ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ছাত্রদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ ব্যাচের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৮ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী আবু বকর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহ খান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান, সামিত রাইয়ান, মোহাম্মদ আসিফ, মিনহাজুল আবেদীন প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের এই ক্যাম্পাসে এখন থেকে আর কোনো ধরনের রাজনীতি চলবে না। ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ এবং ছাত্রশিবিরসহ কোনো ধরনের ছাত্র সংগঠন থাকতে পারবে না।
বক্তারা আরও বলেন, বিগত সময়ে ছাত্রলীগ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অনেক নির্যাতন-জুলুম চালিয়েছে। আমরা চাইনা ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর এ রকম অত্যাচার ও নির্যাতন চালাক।
ক্যাম্পাসে রাজনীতি মুক্ত একটি সুন্দর শিক্ষাঙ্গন ও পড়াশোনার পরিবেশ চাই মন্তব্য করে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত থাকবে, লেখাপড়ার পরিবেশ বজায় থাকবে।
শিক্ষার্থীরা হুশিয়ার করে বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা না হলে এবং আমাদের দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে রাজপথ, রেলপথ অবরোধ করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা পোস্টকে বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে কি, থাকবে না সেই সিদ্ধান্ত আমরা এখনও নেই নাই। সিদ্ধান্ত হলে নোটিশের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
আমার বার্তা/জেএইচ