
রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কাপ্তাই চিৎমরম বৌদ্ধবিহারে এ প্রার্থনার আয়োজন করা হয়।
রোগমুক্তি কামনায় আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে পঞ্চশীল, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, বৌদ্ধমূর্তি দানসহ নানা দান-অনুষ্ঠানের ব্যবস্থা করেন কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু সুমন মারমা। রাজবন বিহারের বনভান্তের উপস্থিতিতে মূল প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিৎমরম ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবু সাচিংউ মারমা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মো. হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তঞ্চঙ্গ্যা, চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিপু তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়নের যুবদল নেতা সাগর মারমা, কর্ণফুলী কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক মংসাইনু মারমা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক উসামং মারমা, স্রামং মারমা এবং যুবদল-ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীর নেত্রীস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই

