ই-পেপার শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল প্রসংঙ্গে যা জানা গেল

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

ফরিদপুর বহিরাগতদের হামলায় জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) কনসার্ট বন্ধ করা হয়। নিরাপত্তা বিবেচনায় কনসার্ট বন্ধ করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

এছাড়া ফরিদপুর শহরের পদ্মা নদী এলাকার ধলার মোড়ে আয়োজিত বর্ণিল ঘুড়ি উৎসবও বন্ধ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নবম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

জেলা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘গত ২৬ ডিসেম্বর রাতে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে 'Devdulal Guha Nipun' নামক ফেসবুক পেইজ ও ‘দেব দুলাল গুহ.... দেবু ফরিদী’ নামক ফেসবুক আইডি এবং নির্দিষ্ট কিছু রিল (Reel) ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, ‘কমপক্ষে ৫ জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে’- যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। জেলা পুলিশ ও আয়োজক কমিটি নিশ্চিত করেছে উক্ত ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার প্রকৃতি, সময় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচারের ধরন বিবেচনায় এটি একটি স্বার্থান্বেষী মহলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরস্কার বিতরণের সময় তিনটি ছেলে দেওয়াল টপকে কনসার্টে ঢোকার চেষ্টা করলে মারপিট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে প্রায় এক ঘণ্টা। এই সময় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। কনসার্টের দর্শক সারিতে চেয়ার ভাঙচুর করা হয়। জিলা স্কুলের শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। তবে এরই মধ্যে ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও দর্শক আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন,উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

পুনর্মিলনী আয়োজক পরিষদের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম বলেন, বহিরাগতদের হামলার কারণে আমরা আমাদের কনসার্ট অনুষ্ঠান স্থগিত করেছি। পরে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা ব্যবস্থা করা হয়।

আয়োজক পরিষদের সদস্য সচিব মো. ওয়াহিদু মিয়া কুটি বলেন, আমরা আবার কনসার্টের আয়োজন করবো। প্রয়োজনে জেমসকে আবার এনে গান গাওয়াবো। কিন্তু আজকে আর আমরা কনসার্টের ব্যবস্থা করতে পারছি না। শিগগিরই আমরা পরবর্তী একটি দিনে এই কনসার্ট আয়োজনের তারিখ জানাবো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, বহিরাগতরা ভেতরে প্রবেশের চেষ্টা করে জেমসের গান শোনার জন্য। পরে উত্তেজিত জনতা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আয়োজকরা কনসার্টটি বন্ধ করে দেয়। এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার জিলা স্কুলের ১৮৫তম বর্ষিকী উদযাপন ও পুনর্মিলনীতে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরাসহ বর্তমান শিক্ষক শিক্ষার্থীরাই এ অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন আয়োজনের শেষ পর্যায়ে জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল। বহিরাগতদের উত্তেজনা ও ইটপাটকেল নিক্ষেপের কারণে কনসার্ট বন্ধ হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে কনসার্ট বাতিল হওয়া জেমস ঢাকায় ফিরে যান। বহিরাগত ও স্কুলের শিক্ষার্থীদের মধ্য মারামারি ঘটনা ছাড়া অন্য আর কোনো বিষয় এর সঙ্গে জড়িত নয়। মূলত বহিরাগতরা জেমসের গান শুনতে জোর করে স্কুলে প্রবেশ করাকে কেন্দ্র করে সমস্যা হয়।

তিনি বলেন, জেমসের কনসার্টে গান শুনতে আশেপাশের এলাকাগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ এসে সেখানে প্রবেশের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ ও এক পর্যায়ে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আয়োজকরা নিরাপত্তা জনিত কারণে কনসার্টটি বাতিল করে দেয়। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধলার মোড়ে নবম ঘুড়ি উৎসব বন্ধ বিষয়ে তিনি বলেন, যেহেতু গতকাল একটা ঘটনা ঘটেছে, তাছাড়া এলাকাটি বিশাল বড়, লাখো মানুষের সমাগম ঘটে। সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত ঘুড়ি উৎসবটি বন্ধ রাখা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন মোতালেব: র‍্যাব

  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২২

নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ২২ জন আহত হয়েছেন।

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় আলমগীর হোসেন নামে এক

কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

কৃষি মন্ত্রণালয়ে ২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয়

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদরাসা ভবন, শিশুসহ আহত ৪

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ২৯ সাংবাদিক

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

রাজশাহীকে হারিয়ে বিপিএলে শুভসূচনা ঢাকার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণের আহ্বান মৎস্য উপদেষ্টার

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন মোতালেব: র‍্যাব

আবাসন মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২২

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধান দিতে হবে: শিক্ষা উপদেষ্টা

হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ি চাপায় শিশুসহ ২ জন নিহত

আজ শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু