
চট্টগ্রাম মীরসরাই উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে মীরসরাই থানা পুলিশের সহযোগিতায় বড়তাকিয়া বাজার ও আবুতোরাব বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে নির্ধারিত লাইসেন্স ও নিরাপত্তা বিধি না মেনে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের অভিযোগে মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় বিভিন্ন ধারায় সর্বমোট ৬৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা কঠোরভাবে মানা আবশ্যক। এসব নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট দোকানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইউএনও সোমাইয়া আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অবৈধ গ্যাস ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

