ই-পেপার শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

আমার বার্তা অনলাইন:
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭

আগামী অর্থবছরে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে ৪ শতাংশ উচ্চশিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

তিনি বলেন, মানব নিরাপত্তার জন্য সরকারের উচিত শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা দরকার। এটি সম্ভব হলে গবেষণা খাতে প্রত্যাশিত বাজেট বাড়ানো যাবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনে ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় এসব কথা বলেন প্রফেসর তানজীমউদ্দিন খান।

কর্মশালায় সভা প্রধানের বক্তব্যে কমিশনের আরেক সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান রাষ্ট্র পরিচালনায় তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানো ও জাতির প্রত্যাশা পূরণে তারা সদয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমানে এ খাতে জাতীয় বাজেটের ১ শতাংশের কম বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রফেসর তানজীমউদ্দিন খান আরও বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ইউজিসিকে প্রকৃত গবেষকদের মূল্যায়ন করতে হবে। দলীয় যোগ্যতার চেয়ে একাডেমিক যোগ্যতাকে প্রাধান্য দেওয়া দরকার বলে তিনি মনে করেন। এ ছাড়া সমাজের জন্য কল্যাণকর প্রভাব তৈরি করতে পারে এমন গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে বলে তিনি জানান।

কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতি আরা নাসরীন, প্রফেসর ড. নাসরিন সুলতানা, প্রফেসর ড. মো. আবদুস সালাম, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ড. সামিনা লুৎফা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ ফরিদুল আলম।

অনুষ্ঠানে গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশ বাধ্যতামূলক করা, গবেষণায় ইথিক্যাল রিভিউ থাকা, একই প্রকল্পে একাধিকবার বরাদ্দ না দেওয়া, গবেষণা প্রস্তাব তৈরি বিষয়ে কর্মশালা-সেমিনার আয়োজন ও প্রশিক্ষণ প্রদান, সমাজের চাহিদা যাচাই করে গবেষণার বিষয় নির্ধারণ করা, গবেষণার ডেটাবেজ তৈরি করা, জাতীয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ। কর্মশালায় ১৭টি গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়।

আমার বার্তা/এমই

শেষদিনে ইবতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদউদ্দিন

দীর্ঘ ৪০ বছর পর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে। ভাগ্য খুলছে প্রথম ধাপে

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে: ওয়াহিদউদ্দিন

অন্তর্বর্তী সরকারের বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও,

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে

সাত কলেজ পরিচালনায় নজরদারি সংস্থা, নেতৃত্বে ইউজিসি-অধ্যক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে রাজধানীর সরকারি সাত কলেজের সব ধরনের কার্যক্রম সরিয়ে নেওয়ার চূড়ান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতদিন দেশ যেভাবে চলেছে আগামীতে আর সেভাবে চলবে না: রিজওয়ানা

কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে সরকার: আইন উপদেষ্টা

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

কুষ্টিয়ায় ৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিলেন উপদেষ্টা আসিফ

সমস্ত অপকর্মের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ট্যাক্স দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্বের বিশ্বসভায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সারজিসের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছেন রাজনীতিবিদরা

১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামল: বিবিএস

এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে: নাহিদ

এনআইডি ইসিতে রাখতে জোরালো অবস্থানে থাকবো: সিইসি

সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন

স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের তামাক কোম্পানির অনুষ্ঠানে যেতে মানা

অন্তত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

গুরুদাসপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম (এসআই) নারী অফিসার

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই

কোনো অন্যায় দাবির কাছে মাথানত করব না: বিএসইসি চেয়ারম্যান