ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষকদের আন্দোলনের ফলে দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা

আমার বার্তা অনলাইন:
০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯
আপডেট  : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতির প্রভাবে রাজবাড়ীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা বিঘ্ন ঘটে। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বিলম্বে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে পরীক্ষা শুরু হয়।

জানা গেছে, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকাল রোববার থেকে শুরু হয়েছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য লাগাতার আন্দোলন করছেন। তারই অংশ হিসেবে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও দ্বিতীয় শাখার শিক্ষকরা কর্মবিরতি শুরু করে। কিন্তু আজ থেকে স্কুলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়ে। শিক্ষকদের কর্ম বিরতির কারণে অনেক শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। পরে অভিভাবকরা শিক্ষকদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেলা প্রশাসক, ইউএনও, ওসি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা এসে অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মক্তব স্কুলের প্রথম শাখায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ও দ্বিতীয় শাখায় দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়।

অভিভাবকরা বলেন, আজকে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে আসলে শিক্ষকরা তাদের কর্মবিরতির কথা জানিয়ে পরীক্ষা বর্জন করার কথা বলে। শিক্ষকদের কারণে বাচ্চাদের কেন ক্ষতি হবে। তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কেন পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের ক্ষতি করবে। শিক্ষকরা তাদের স্বার্থের জন্য আন্দোলনে নেমে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত করাচ্ছে। আমরা শিক্ষকদের এমন আন্দোলন চাই না। অনেক শিক্ষার্থী পরীক্ষা হবে না জেনে বাড়ি চলে গিয়েছে, তাদের কি হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা কিছু সময় বিলম্ব হয়েছে। পরে ডিসি স্যার, ইউএনওসহ আমরা এসে অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর পরীক্ষা শুরু হচ্ছে।

টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জুন কক্স বলেন, আমাদের সহকারী শিক্ষকদের বিরতি চলছে। আমরাও তাদের সঙ্গে সহমত পোষণ করেছি। কিন্তু বাচ্চাদের এখন বার্ষিক পরীক্ষা শুরু। আমরা কর্তৃপক্ষের কাছে নির্দেশনা পেয়েছি পরীক্ষা নিতে হবে। এক্ষেত্রে যদি সহকারী শিক্ষকরা সহযোগিতা না করেন তবে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নেওয়া হবে। তারই অংশ হিসেবে আমি স্কুলে পরীক্ষার ব্যবস্থা করেছি। কিন্তু পরে সহকারী শিক্ষকদের অব্যবস্থাপনার দেখে আমি কর্তৃপক্ষকে জানাই। পরে ডিসি স্যার, ইউএনও স্যার, ডিপিও স্যার এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষার ব্যবস্থা করে।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীরা পরীক্ষা হবে না জেনে বাড়ি চলে গেছে তাদের বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা কর্মবিরতি শুরু করে। কিন্তু আজ থেকে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। কর্মবিরতির কারণে পরীক্ষা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। আমরা এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, যেসব শিক্ষকরা শিশুদের ক্ষতি করে দাবি দাওয়া পূরণের জন্য আন্দোলন করেছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখব।

আমার বার্তা/এল/এমই

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন

সরকারের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে তিন দফা দাবি আদায়ে আন্দোলনে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী

মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

নানা অনিশ্চয়তা আর ধোঁয়াশা কাটিয়ে তৃতীয়বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এবং

চাকরিপ্রার্থীদের সতর্ক করলো ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি‌দের ভোট দি‌তে উদ্বুদ্ধ ক‌রে‌ছে হাইক‌মিশন

এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

সীমান্তে বিএসএফের গুলিতে এক দিনে ২ বাংলাদেশি যুবক নিহত

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না: নজরুল ইসলাম

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক: আমিনুল হক

পাটের মতো বস্ত্রখাত নিয়ে ভুল করতে চাই না: বাণিজ্য উপদেষ্টা

টেকনাফের শাহপরীতে বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

কোনো প্রাইভেট প্রেসে যেন ব্যালট ছাপানো না হয়: বিএনপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিরুদ্ধে ৮৮ বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, এখন বাস্তবে স্বাধীন দেখতে চাই: সুপ্রিম কোর্ট বার

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে: রিজওয়ানা হাসান

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় যুগান্তকারী অধ্যাদেশ পাস: পরিবেশ উপদেষ্টা

আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি ইসির

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

ভোলায় স্টেডিয়াম-সুইমিং পুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন