মাহমুদা মাহাকে চেনেন সবাই উপস্থাপক হিসেবেই। কদিন আগে বাংলাদেশ-ভুটান ম্যাচ, সিঙ্গাপুর বনাম বাংলাদেশের ম্যাচে তাঁর উপস্থিতি এখনো অনেকেই খেয়াল করেছেন। মাহা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল হোস্ট। তবে এবার মাহাকে দেখা যাবে নাটকের প্রধান চরিত্রে।
এরই মধ্যে ‘শয়তানের নিঃশ্বাস’ নামের একটি নাটকে কাজ করেছেন। এই নাটকে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আবু হুরাইরা তানভীর। শিগগিরই নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন মাহমুদা মাহা। এটি নির্মাণ করেছেন শাব্দিক শাহীন।
বুধবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে মাহমুদা মাহা বলেন, ‘আমি ২০১৬ সাল থেকে শোবিজে কাজ করছি। সবাই আমাকে একজন উপস্থাপক হিসেবেই জানেন। পেশাদার উপস্থাপনা শুরু করি ২০১৬ সালে। কিছু স্টেজ শো, বিতর্ক উৎসব, সরকারি শো এসবই করতাম।
এরপর টেলিভিশন শো উপস্থাপনা করছি, চলছে এখনো। যদিও নাটকে টুকটাক চরিত্রে কাজ করেছি, তবে এবারই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করলাম। এটা একটা দারুণ অভিজ্ঞতা।’
নাটকে নিয়মিত কাজ করবেন জানিয়ে বললেন, ‘যদি সব কিছু ঠিকঠাক থাকে, চিত্রনাট্য পছন্দ হয় তাহলে নাটকে নিয়মিত হবো, সে ক্ষেত্রে উপস্থাপনা অবশ্যই কমিয়ে দেব।’
অনিমেষ আইচের দুইটা নাটকে কাজ করেছেন, টেলিভিশন বিজ্ঞাপন ও অনলাইন বিজ্ঞাপনে কাজ করেছেন, অভিনয় করেছেন চলচ্চিত্রেও; তবে এবার নাটক ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেন মাহমুদা মাহা।