ই-পেপার শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

মহেশখালীতে যাত্রা শুরু করলো এক্সিলারেট হোপ হাসপাতাল

আমার বার্তা অনলাইন:
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

কক্সবাজারের মহেশখালীতে ১৭ হাজার ২৮০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে এক্সিলারেট হোপ হাসপাতাল। নারী-শিশুসহ সাধারণ মানুষকে আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা দিতে এক্সিলারেট এনার্জির উদ্যোগে এবং হোপ ফাউন্ডেশনের সহযোগিতায় ৩০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হোপ ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি মহেশখালীর কুতুবজমে এই হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

এসময় হাসপাতাল কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এক্সিলারেট এনার্জি এবং হোপ ফাউন্ডেশনের নেওয়া এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। বিশেষ করে নারী ও শিশুদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতাল প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

লুৎফে সিদ্দিকী বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠিত এক্সিলারেট হোপ হাসপাতাল বাংলাদেশ ও এক্সিলারেটের দৃঢ় বন্ধুত্বের প্রতিফলন। আমি আশা করি, আগামী দিনে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এসময় এক্সিলারেট এনার্জির স্ট্রাটেজিক অ্যাডভাইজার ও সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, এক্সিলারেট এনার্জি দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। আমরা শুধুমাত্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করছি না, বরং এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, এই হাসপাতালটির সুযোগ-সুবিধাগুলো এখানকার মানুষ যথাযথভাবে কাজে লাগাতে পারলে অত্যন্ত উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব।

সমাপনী বক্তব্যে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদউজ্জামান বলেন, হোপ ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. ইফতিখার মাহমুদ এবং মহেশখালীর জনগণের পক্ষ থেকে আমরা ৩০ শয্যাবিশিষ্ট এক্সিলারেট হোপ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য এক্সিলারেট এনার্জির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। হোপ ফাউন্ডেশন এই গুরুত্বপূর্ণ উদ্যোগে এক্সিলারেট এনার্জির সঙ্গে অংশীদার হতে পেরে আনন্দিত। ২০০৭ সাল থেকে হোপ ফাউন্ডেশন এ অঞ্চলে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছে। সরকারের সঙ্গেa সমন্বয় করে এক্সিলারেট হোপ হাসপাতালের মাধ্যমে মহেশখালীবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রামন ওয়াংডি, মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লাহসহ সরকারি কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মী।

আমার বার্তা/এমই

স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের তামাক কোম্পানির অনুষ্ঠানে যেতে মানা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদফতর, দফতর ও সংস্থার কর্মচারীদের তামাক কোম্পানি

ঢাকা মেডিক্যালে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্ধশতাধিক দালালকে আটক করেছে

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫

দেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের এক দশক পর এবার ভাইরাসটির ক্লাস্টার (গুচ্ছ) সংক্রমণ,

সারাদেশে একাডেমিক শাটডাউন ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের

অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতদিন দেশ যেভাবে চলেছে আগামীতে আর সেভাবে চলবে না: রিজওয়ানা

কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে সরকার: আইন উপদেষ্টা

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

কুষ্টিয়ায় ৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিলেন উপদেষ্টা আসিফ

সমস্ত অপকর্মের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ট্যাক্স দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্বের বিশ্বসভায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সারজিসের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছেন রাজনীতিবিদরা

১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামল: বিবিএস

এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে: নাহিদ

এনআইডি ইসিতে রাখতে জোরালো অবস্থানে থাকবো: সিইসি

সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন

স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের তামাক কোম্পানির অনুষ্ঠানে যেতে মানা

অন্তত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

গুরুদাসপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম (এসআই) নারী অফিসার

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই

কোনো অন্যায় দাবির কাছে মাথানত করব না: বিএসইসি চেয়ারম্যান