ই-পেপার শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে পাকিস্তানের প্রশংসা, জানালেন ধন্যবাদ

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৫, ১৫:০৩

২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে প্রাণঘাতী বোমা হামলায় জড়িত আইএস সন্ত্রাসীকে গ্রেপ্তারে পাকিস্তানের সহায়তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে পাকিস্তান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ২০২১ সালের ভয়াবহ সেই হামলায় ১৩ মার্কিন সেনা ও শতাধিক আফগান নিহত হয়েছিলেন। আর সেই হামলার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসীকে আটক করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে পাকিস্তান।

বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। গত জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই কংগ্রেসে তার প্রথম ভাষণ। অভিষেকের বছর ছাড়া অন্যান্য বছরে এই ভাষণকে সাধারণত “স্টেট অব দ্য ইউনিয়ন” বলে অভিহিত করা হয়ে থাকে। মঙ্গলবার রাতের সেই ভাষণেই পাকিস্তানের প্রশংসা করেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় ১৩ মার্কিন সেনা সদস্যকে হত্যার জন্য দায়ী সন্ত্রাসীকে পাকিস্তানের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই স্বীকৃতির জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ্য ডন বলছে, আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে মার্কিন সেনাদের প্রত্যাহারের সময় ২০২১ বিমানবন্দরের অ্যাবে গেটে বোমা হামলায় ১৩ মার্কিন সেনা সদস্য এবং আনুমানিক ১৭০ আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর কংগ্রেসে নিজের প্রথম ভাষণে ট্রাম্প সেই হামলার পেছনে দায়ী সন্ত্রাসীকে গ্রেপ্তারের এই খবরটি প্রকাশ করেন। তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “আজ রাতে, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে— আমরা এই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি এবং তিনি আমেরিকায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য এখানে আসছেন।”

এসময় কৃতজ্ঞতা প্রকাশের এক বিরল ভঙ্গিতে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তারে ভূমিকা রাখার জন্য ট্রাম্প ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়ে বলেন: “আমি বিশেষ করে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই এই দানবকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য।”

২০২১ সালে সেই হামলায় নিহত মার্কিন সেনাদের পরিবারের সাথে তার ব্যক্তিগত যোগাযোগের কথা জানিয়ে ট্রাম্প বলেন: “আমি অনেক বাবা-মা এবং প্রিয়জনের সাথে কথা বলেছি এবং তারা সবাই আজ রাতে আমাদের হৃদয়ে রয়েছে। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে মাত্র। আমরা দীর্ঘ সময় ফোনে কথা বলেছি এবং সবাই লাইনে ছিল এবং তারা আনন্দে কান্না ছাড়া কিছুই করেনি।”

এদিকে সন্ত্রাসীকে গ্রেপ্তারে এই স্বীকৃতির জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীকে শরিফুল্লাহ হিসাবে চিহ্নিত করেছেন। এই জঙ্গি নেতা আইএস-কেপি শাখার “শীর্ষস্থানীয় অপারেশনাল কমান্ডার” বলেও জানিয়েছেন তিনি।

গ্রেপ্তার হওয়া এই সন্ত্রাসীকে আফগান নাগরিক বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন: “পাকিস্তান-আফগান সীমান্ত অঞ্চলে পরিচালিত একটি সফল অভিযানে ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে”। এসময় “সমগ্র অঞ্চলজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকা এবং সমর্থনকে স্বীকার ও প্রশংসা করার জন্য” ট্রাম্পকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “যেমনটি সর্বজনবিদিত, পাকিস্তান সর্বদা সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এর উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে অন্য যে কোনও দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাতে না দেওয়া।”

একইসঙ্গে পাকিস্তান “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে অংশীদারিত্ব অব্যাহত রাখবে” বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আমার বার্তা/এমই

মিশরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ-আরব নেতাদের সমর্থন

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য পাঁচ বছরমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যা

ইউক্রেনকে সমর্থন ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত ইউরোপের

ইউক্রেনের সমর্থনের সামরিক সহায়তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

৩ দিন ধরে পাকিস্তান-আফগান বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে

টানা তিন দিন ধরে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। আফগান বাহিনীর

অবৈধ অভিবাসী বহিষ্কারে সামরিক ফ্লাইট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে সামরিক প্লেন ব্যবহারের কার্যক্রম স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কারণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতদিন দেশ যেভাবে চলেছে আগামীতে আর সেভাবে চলবে না: রিজওয়ানা

কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে সরকার: আইন উপদেষ্টা

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

কুষ্টিয়ায় ৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিলেন উপদেষ্টা আসিফ

সমস্ত অপকর্মের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ট্যাক্স দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্বের বিশ্বসভায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সারজিসের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছেন রাজনীতিবিদরা

১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামল: বিবিএস

এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে: নাহিদ

এনআইডি ইসিতে রাখতে জোরালো অবস্থানে থাকবো: সিইসি

সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন

স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের তামাক কোম্পানির অনুষ্ঠানে যেতে মানা

অন্তত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

গুরুদাসপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম (এসআই) নারী অফিসার

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই

কোনো অন্যায় দাবির কাছে মাথানত করব না: বিএসইসি চেয়ারম্যান