ই-পেপার শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু

আমার বার্তা অনলাইন
২০ ডিসেম্বর ২০২৫, ১১:১০

সিরিয়ায় জঙ্গীগোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় আইএসের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সৈন্য নিহত হওয়ার প্রতিশোধে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ‍যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আর্টিলারি কামানের আঘাতে আইএসের অন্তত ৭০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সেন্টকম আরও জানায়, অভিযানে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা আইএসের পরিচিত অবকাঠামো ও অস্ত্রাগারকে লক্ষ্য করে চালানো হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আইএসের ঘাঁটিগুলোর বিরুদ্ধে অত্যন্ত শক্তভাবে আঘাত হানছি।’ ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরা শহরে আইএসের অতর্কিত হামলায় দুইজন মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন হকআই স্ট্রাইক, শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়। সেন্টকম ইউরোপ, আফ্রিকা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনা করে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমেরিকান ও আমাদের অংশীদারদের ক্ষতি করতে চায়—এমন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা নিরলসভাবে অভিযান চালিয়ে যাব।’

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, এই অভিযান ‘কোনো যুদ্ধের সূচনা নয়, বরং এটি প্রতিশোধের ঘোষণা।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি পৃথিবীর যেকোনো স্থানে আমেরিকানদের লক্ষ্য করেন, তাহলে আপনার জীবনের বাকি সময়টা আতঙ্কে কাটবে—কারণ যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। আজ আমরা আমাদের শত্রুদের শিকার করেছি এবং হত্যা করেছি—অনেককেই। আর আমরা তা চালিয়ে যাব।’

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিচ্ছে, যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি দাবি করেন, সিরিয়ার সরকার এই অভিযানে সম্পূর্ণ সমর্থন দিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, রাক্কা ও দেইর আল জোর শহরের কাছে আইএসের অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সংস্থাটি জানায়, এক প্রভাবশালী আইএস নেতা ও বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে।

আইএস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বিবিসি তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তুগুলো যাচাই করতে পারেনি।

এর আগে সেন্টকম জানায়, পালমিরায় চালানো প্রাণঘাতী হামলাটি একজন আইএস বন্দুকধারী চালিয়েছিল, যাকে “মোকাবিলা করে হত্যা করা হয়েছে।”

ওই হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হন। পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ঘটনাটি এমন একটি এলাকায় ঘটেছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই।

অন্যদিকে, এসওএইচআর দাবি করেছে, হামলাকারী ব্যক্তি সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং বন্দুকধারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: বিবিসি।

আমার বার্তা/জেএইচ

হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের মানবিক সিদ্ধান্ত: সংসদীয় কমিটির প্রতিবেদন

ভারতের সংসদে পেশ করা এক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে।

আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ইঞ্জিনসহ পাঁচ বগি লাইনচ্যুত

আসামের হোজাই জেলায় শনিবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হাতির পালের সংঘর্ষে অন্তত

সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান করেছেন ভলকার তুর্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। এতে অন্তত ৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

জানাজার জন্য ওসমান হাদিকে নেওয়া হচ্ছে দেড়টায়

শয়তানের কুমন্ত্রণা ও মানসিক অস্থিরতা অনুভব হলে কী করবেন?

কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র

চট্টগ্রামে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন

মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের মানবিক সিদ্ধান্ত: সংসদীয় কমিটির প্রতিবেদন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

বাম-শাহবাগী-ছায়ানট-উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

উসকানি দেওয়া আধেয়র বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

নোয়াখালীতে দুই দিনে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

লন্ডন সফর শেষে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

দেশে পৌঁছেছে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ

রাজশাহীতে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার সাত

বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর

মুজিবনগরে শীর্ষ সন্ত্রাসী মিঠুকে আটক করেছে যৌথ বাহিনী

দিনাজপুরে সাবেক নৌ-প্রতিমন্ত্রী ও দুই মেয়রের বাড়িতে আগুন