ই-পেপার সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে: নজরুল ইসলাম

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৫:০১

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের কাঁধেই পড়বে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, আমরা যখন স্বাধীনতা অর্জন করি, সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি।

মনে রাখতে হবে এরা সবাই ভোটার। এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এ সকল মানুষের কল্যাণ-যে কেউ রাষ্ট্রপরিচালনায় আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চান, সেই প্রয়াসের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, একজন বেকারকে তার জীবন ধারণের সহযোগিতা করেন তিনি, যিনি উপার্জন করেন।

একজন ছাত্র-ছাত্রীকেও লেখাপড়া করানোর দায়িত্ব, যিনি উপার্জন করেন-অর্থাৎ শ্রমজীবী-কর্মজীবী মানুষদের। ফলে জনগণের কল্যাণের প্রয়াসে শ্রমজীবী-কর্মজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধির মূল আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করবে। এ কারণে আমরা আশা করি, শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য দাবি বা আকাঙ্ক্ষাগুলো যে শ্রমিক ইশতেহারে হয়েছে, সেটার প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবো।

সকল রাজনৈতিক দলের প্রতি এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কেউ হয়তো সেটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেটা বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন।

যে যেই অবস্থানে থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা চাই, যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়।

তিনি জানান, বিএনপির শ্রমিক ইশতেহার সব রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন, সহযোগী আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবার পরামর্শ, সমর্থন ও সহযোগিতা আশা করি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির ইশতেহারে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, সেগুলো দেশের সংবিধান, প্রচলিত শ্রম আইন এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে তিনি দাবি করেন, এখানে এমন কিছু বলা হয়নি, যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বহু বছর, বহু যুগ রাষ্ট্র এই দায়িত্ব পালন করেনি। আমরা আশা করবো, এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা এই দায়িত্ব পাবেন, তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনে উদ্যোগ নেবেন, পালন করবেন।

একটি রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, এর কোনো কিছুই শ্রমজীবী মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয়নি। কৃষি বলুন, শিল্প বলুন, সেবা বলুন-যেকোনো বিষয়েই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। তাদের অংশগ্রহণ উৎপাদন বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তব্যের শেষদিকে নজরুল ইসলাম খান বলেন, আমরা এই এলায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো-জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি ও আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যেন দেশের কল্যাণে, দেশের উন্নয়নে এবং জনগণের কল্যাণে কাজ করে-সেই দায়িত্ব আপনারও।

আমার বার্তা/এমই

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না,

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যুদ্ধের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে গেলেন জাতীয় পার্টির (জাপা) আরও

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী

কাল-পরশুর মধ্যেই আসন সমঝোতার জোটের চূড়ান্ত ঘোষণা: জামায়াত আমির

আগামীকাল বা পরশুর মধ্যেই আসন সমঝোতার জোটের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো পিকআপ, দুই ভাইসহ ৩ জন নিহত

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে তৃতীয় দিনের আপিলে ৪০ জন বৈধ

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে

ট্যাক্স ফাঁকি মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া: এনবিআর চেয়ারম্যান

ঘরের মাঠে শেষ ম্যাচেও জয়, রংপুরকে হারিয়ে দুইয়ে সিলেট

এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি

কাল-পরশুর মধ্যেই আসন সমঝোতার জোটের চূড়ান্ত ঘোষণা: জামায়াত আমির