ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

কুয়েতে গৃহকর্মী নিয়োগের নামে মানব পাচারের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫০

কুয়েতে গৃহকর্মী (খাদেম) নেয়ার নামে মানব পাচার ও প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রেসিডেন্সি গোয়েন্দাদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অভিযুক্ত ওই প্রতিষ্ঠান কুয়েতি নাগরিকের নামে গৃহকর্মী নিয়োগ দেখিয়ে বিদেশ থেকে কর্মী আনত এবং কুয়েতে পৌঁছানোর তাদের অন্যত্র স্থানান্তর করে দিত। এ প্রক্রিয়ায় প্রতি গৃহকর্মীর জন্য ১,২০০ থেকে ১,৩০০ কুয়েতি দিনার পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হতো যা সরকারি নির্ধারিত সীমার চেয়ে বেশি।

তদন্তে আরও জানা যায়, গৃহকর্মী বদলানোর কাজে সহযোগিতাকারীদের ৫০ থেকে ১০০ দিনার করে ভাগ দেয়া হতো। মন্ত্রণালয় জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

তথ্যমতে কুয়েতে বর্তমানে ৭০০০০০ এরও বেশি গৃহকর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই এশীয় দেশগুলোর নাগরিক। দেশের মোট প্রবাসী জনগোষ্ঠীর এক-পঞ্চমাংশ এ খাতে নিয়োজিত। ফলে গৃহকর্মী নিয়োগ খাতে দুর্নীতি বা মানবাধিকারের লঙ্ঘন সরকার বিশেষ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।

অন্যদিকে দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) মঙ্গলবার জানায়, সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় ২৪ জন সরকারি কর্মকর্তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তাদের অক্টোবরের মধ্যে বিবরণী জমা দেয়ার কথা ছিল।

গত কয়েক মাসে এ ধরনের অভিযোগে শত শত বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্নীতি দমন আইনে মন্ত্রী, উচ্চপদস্থ আমলা, রাষ্ট্রীয় কোম্পানির চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের দায়িত্ব গ্রহণের পর এবং অবসরে যাওয়ার আগে সম্পদ বিবরণী দাখিল বাধ্যতামূলক।

এদিকে, সাম্প্রতিক সময়ে কুয়েত সরকার মানব পাচার, ভিসা বাণিজ্য, মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে। দেশে বিদেশে অপরাধী চক্র সক্রিয় থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিভিন্ন অফিস, বাসা, দোকানপাট, রাস্তাঘাট, কৃষি ফার্ম সর্বত্র অভিযান চলছে। দেশটির আইনে এক নিয়োগদাতার ইকামা নিয়ে অন্যত্র কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অনুমতি ছাড়া মালিকের ঘর বাদে অন্য কোথাও রাতযাপন করাও আইনবিরোধী।

অন্যদিকে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনেক প্রবাসী অভিযোগ করেছেন, ‘ফ্রি ভিসা’ বা ২০ নম্বর (খাদেম) ১৮ নম্বর (শ্রমিক) ভিসার নামে ৮–১০ লাখ টাকা পর্যন্ত খরচ করে কুয়েতে আসছেন।

অথচ বাস্তবে ‘ফ্রি ভিসা’ বলে কিছু নেই। ফলে অনেকেই প্রতারণার শিকার হয়ে চাকরি হারানো, গ্রেফতার বা নির্বাসনের ঝুঁকিতে পড়ছেন। এই প্রতারণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন অপরাধে মোট ৩৪,১৪৩ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। এদের মধ্যে বসবাসের আইন ভঙ্গ, অপরাধমূলক কার্যক্রম, নৈতিক অপরাধ এবং জননিরাপত্তা বিঘ্নকারী আচরণের অভিযোগ ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের স্থিতিশীলতা ও জনস্বার্থের বিরুদ্ধে কোনো কাজের ক্ষেত্রে কুয়েতি নাগরিক বা প্রবাসী কাউকেই ছাড় দেয়া হবে না। কুয়েতে মানব পাচার, ভিসা বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রতিক কঠোর অবস্থান প্রবাসী শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত মন্ত্রণালয়ের।

আমার বার্তা/এল/এমই

ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যটকের আগমন হয়েছে প্রায় ২৮ দশমিক ২৪

মালয়েশিয়ার জোহর বাহরুতে প্রবাসীদের কনস্যুলার সেবা

বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান সোসিয়েল অর্গানাইজেশন সকসো এবং পারকেসো এর যৌথ

প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে

মালয়েশিয়ার মানবসম্পদ উন্নয়নে সেরা স্বীকৃতি পেলেন ৪০ জন পেশাজীবী

মালয়েশিয়ার মানবসম্পদ উন্নয়নে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৪০ জন পেশাজীবীকে সম্মাননা দেওয়া হয়েছে। মালয়েশিয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি‌দের ভোট দি‌তে উদ্বুদ্ধ ক‌রে‌ছে হাইক‌মিশন

এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

সীমান্তে বিএসএফের গুলিতে এক দিনে ২ বাংলাদেশি যুবক নিহত

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না: নজরুল ইসলাম

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক: আমিনুল হক

পাটের মতো বস্ত্রখাত নিয়ে ভুল করতে চাই না: বাণিজ্য উপদেষ্টা

টেকনাফের শাহপরীতে বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

কোনো প্রাইভেট প্রেসে যেন ব্যালট ছাপানো না হয়: বিএনপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিরুদ্ধে ৮৮ বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, এখন বাস্তবে স্বাধীন দেখতে চাই: সুপ্রিম কোর্ট বার

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে: রিজওয়ানা হাসান

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় যুগান্তকারী অধ্যাদেশ পাস: পরিবেশ উপদেষ্টা

আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি ইসির

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

ভোলায় স্টেডিয়াম-সুইমিং পুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন