ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

নিজের পাগড়িতে নবীজির (সা.) চুল সংরক্ষণ করেছিলেন যে সাহাবি

আমার বার্তা অনলাইন
০৩ নভেম্বর ২০২৫, ১৪:১৬

বিখ্যাত সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ (রা.) সম্পর্কে একটি ঘটনা প্রচলিত আছে— তিনি মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর মাথার চুলের কিছু অংশ নিজের পাগড়িতে সংরক্ষণ করেছিলেন। যুদ্ধক্ষেত্রে একবার পাগড়িটি হারিয়ে ফেললে তিনি সেটি খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। পরবর্তীতে যখন কেউ তাকে এ নিয়ে ভর্ৎসনা করে, তখন তিনি জানান, এটি কোনো সাধারণ পাগড়ি নয়, এতে নবীজি (সা.)-এর বরকতময় চুল আছে।

ঘটনাটির সূত্র ও বর্ণনা

ইমাম ইবন কাসির তার বিখ্যাত গ্রন্থ আল-বিদায়া ওয়ান নিহায়াতে এই ঘটনা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়—

ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের পাগড়ি পড়ে গেলে তিনি সৈন্যদের সেটি খুঁজে আনতে অনুরোধ করেন। পরে কেউ তাকে এ কাজের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ পাগড়ির ভেতর রাসুলুল্লাহ (সা.)-এর মাথার সামনের দিকের কিছু চুল আছে। প্রতিবার যখন আমি এটি সঙ্গে নিয়ে যুদ্ধ করেছি, আল্লাহ আমাকে বিজয় দান করেছেন।’

তবে ইবন কাসির এই ঘটনা উল্লেখ করলেও সনদ (সূত্র) উল্লেখ করেননি। একমাত্র যিনি এ গল্পটি বর্ণনা করেছেন তিনি হলেন মুহাম্মাদ ইবন উমর আল-ওয়াকিদি, যিনি হাদিসবিদদের দৃষ্টিতে অত্যন্ত দুর্বল বর্ণনাকারী হিসেবে পরিচিত। ইমাম আহমদসহ অনেকে তাকে অবিশ্বস্ত বর্ণনাকারীও বলেছেন। ওয়াকিদি তার গ্রন্থ ফুতূহুশ শামে এই ঘটনা বর্ণনা করেছেন।

ওয়াকিদির বর্ণনা অনুযায়ী

খালিদ ইবনে ওয়ালিদের পাগড়ি যুদ্ধের সময় পড়ে যায়। তিনি তখন চিৎকার করে বলেন, ‘আমার পাগড়ি! আমার পাগড়ি!’ তার এক আত্মীয় তা উদ্ধার করে এনে দেন। পরে তিনি বলেন, ‘বিদায় হজের সময় নবীজি যখন মাথা মুড়াচ্ছিলেন, আমি তার কিছু চুল নিই। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, ‘ওগুলো নিয়ে কী করবে, খালিদ?’ আমি বলি, ‘এর বরকত সঙ্গে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়ব।’ তখন তিনি বলেন, ‘যতদিন এগুলো তোমার সঙ্গে থাকবে, তুমি বিজয়ী হবে।’ তাই আমি ওগুলো পাগড়ির সামনের দিকে রেখে দিয়েছি।’

হাদিস নাকি আছার?

বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়েছে, এই ঘটনাটি কোনো হাদিস নয় বরং আছার—অর্থাৎ সাহাবি বা তাবেঈদের উক্তি বা কাজ সম্পর্কিত বর্ণনা। হাদিস শুধু মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর উক্তি, কাজ বা অনুমোদনের সঙ্গে সম্পর্কি, কিন্তু আছারের মধ্যে সাহাবিদের কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত করে।

নবীজির নিদর্শন থেকে বরকত নেওয়ার অনুমতি

নবীজির চুল, ঘাম, অজুর পানি কিংবা কাপড় থেকে বরকত নেওয়া সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত।

যেমন— আবু জুহাইফা (রা.) বর্ণনা করেন, নবীজির অজুর পর যে পানি অবশিষ্ট থাকত, মানুষ সেটি নিজেদের গায়ে মাখতেন।

আবু মুসা (রা.) বর্ণনা করেন, নবীজি তার হাত-মুখ ধুয়ে সেই পানি তাদের পান করতে ও গায়ে লাগাতে বলেন। (সহিহ বুখারি)

খায়বার যুদ্ধের দিনে নবীজি হজরত আলী (রা.)-এর চোখে থুথু দিয়ে দোয়া করলে তার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। (বুখারি ও মুসলিম)

আনাস (রা.) বলেন, নবীজি একবার তাদের বাড়িতে বিশ্রাম নিলে তার ঘাম সংগ্রহ করে উম্মু সুলায়ম বলেন, আমরা এটি সুগন্ধিতে মিশিয়ে ব্যবহার করি, এতে সবচেয়ে সুন্দর ঘ্রাণ হয়। (মুসলিম)

সাহাবিদের জন্য নবিজির দেহাবশেষ ও ব্যবহার্য জিনিস থেকে বরকত নেওয়া বৈধ ছিল। তবে নবীজি ছাড়া অন্য কোনো ধর্মপ্রাণ ব্যক্তির দেহাবশেষ বা নিদর্শন থেকে বরকত নেওয়ার অনুমতি দেয় না ইসলাম।

সূত্র : ইসলাম ওয়েব ডট নেট

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়াগুলো হলো উচ্চারণ : আল্লাহুমা ইন্নি আঊযুবিকা মিনাত তারদ্দি, ওয়াল হাদমি,

খাদিজার (রা.) যে ৪ গুণ নারীদের জন্য অনুসরণীয়

ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ নারীদের একজন খাদিজা (রা.)। বুদ্ধিমতী, সম্মানিত, নিবেদিতপ্রাণ, সৎ ও দানশীলা ইমাম যাহাবি

পশু-পাখির প্রতি দয়া করলে আল্লাহ দয়া করেন

আল্লাহর সৃষ্টি হিসেবে সব পশুপাখির প্রতি দয়া করা, খাবার খাওয়ানো, তাদের কষ্ট দূর করা, কোনো

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ৪ জিকির সম্পর্কে জেনে নিন

আল্লাহর স্মরণ সর্বক্ষণ অন্তরে জাগরুক রাখা, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে আল্লাহর বিধান ও সন্তুষ্টির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি‌দের ভোট দি‌তে উদ্বুদ্ধ ক‌রে‌ছে হাইক‌মিশন

এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

সীমান্তে বিএসএফের গুলিতে এক দিনে ২ বাংলাদেশি যুবক নিহত

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না: নজরুল ইসলাম

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক: আমিনুল হক

পাটের মতো বস্ত্রখাত নিয়ে ভুল করতে চাই না: বাণিজ্য উপদেষ্টা

টেকনাফের শাহপরীতে বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

কোনো প্রাইভেট প্রেসে যেন ব্যালট ছাপানো না হয়: বিএনপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিরুদ্ধে ৮৮ বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, এখন বাস্তবে স্বাধীন দেখতে চাই: সুপ্রিম কোর্ট বার

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে: রিজওয়ানা হাসান

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় যুগান্তকারী অধ্যাদেশ পাস: পরিবেশ উপদেষ্টা

আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি ইসির

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

ভোলায় স্টেডিয়াম-সুইমিং পুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন