ই-পেপার বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নানা কায়দায় পাপমোচনের মিশনে স্বৈরাচারের দোসর তাপস পাল

মুনিরুল তারেক:
১৩ মে ২০২৫, ১৫:৫৭
আপডেট  : ১৩ মে ২০২৫, ১৬:৩২

  • মন্দিরের সম্পত্তি দখল ও হিন্দু নির্যাতনের অভিযোগ
  • আ.লীগের দোসর হয়েও সুযোগ পেয়েছেন সেনা প্রধানের সান্নিধ্যে যাওয়ার

স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম সহযোগী, দোসর, সুবিধাভোগী ও ক্ষমতার অপব্যবহারকারী অ্যাডভোকেট তাপস পাল এখনো ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচার সরকারের পতন হলেও তিনি বহাল তবিয়তে থেকে ইউনুস সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয় গোপন করে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সান্নিধ্যে থেকে ১৭ বছরের কালো অধ্যায়কে পরিচ্ছন্ন করার চেষ্টায় লিপ্ত। তার মত দুর্ধর্ষ দোসর কিভাবে সেনা বাহিনী প্রধানের মত রাষ্ট্রের গুরুত্বপূর্ত ব্যক্তি কাছে গেলেন, কারা তাকে এমন সুযোগ সৃষ্টি করে দিল, তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বিভিন্ন মহলে।

জানা গেছে, তাপস পালের রাজনৈতিক পরিচয় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এছাড়া দলীয় প্রভাবে তিনি ঢাকা মহানগর কোর্টের এপিপি ছিলেন। তার অন্যতম বড় পরিচয় তিনি ভারতীয় গোয়েন্দা 'র' এর এজেন্ট। ৫ আগস্টে শেখ হাসিনা ও তার পুরো স্বৈরাচার বাহিনী পালিয়ে গেলে তাপস পাল সাময়িক সময়ের জন্য গাঢাকা দেন। কিছু দিন পর ফেসবুকসহ সকল জায়গায় রাজনৈতিক পরিচয় মুছে দিতে তিনি শুধু ঢাকেশ্বরী মন্দির এবং হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত থাকার পরিচয় দিচ্ছেন। আড়ালে থেকে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও ভারতের থিংক ট্যাঙ্ক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীতা করছেন এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করছেন।

৫ আগস্টের পর সেনা বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একাধিকবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। সেসব প্রোগ্রামের সময় সেনা প্রধানের আশেপাশেই দেখা গেছে তাপস পালকে। তিনি নিজের আওয়ামী রাজনীতির পরিচয় গোপন করে সেনা প্রধানের সঙ্গে থাকা ছবি ব্যবহার করে নতুন করে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে।

এমন দুর্ধর্ষ, দুর্নীতিবাজ, স্বৈরাচারের সুবিধাভোগী ব্যক্তি কিভাবে সেনা প্রধানের কাছাকাছি গেলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ঢাকেশ্বরী মন্দির পরিচালনাকারী এবং পুজা উদযাপন পরিষদের নেতাদের প্রশ্রয়ের কারণেই তিনি এই সুযোগ পেয়েছেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি জয়ন্ত কুমার দেব আমার বার্তাকে বলেন, 'এ নিয়ে বিস্তারিত কথা বলতে সাক্ষাৎ করতে হবে।' তবে পরবর্তীতে তাকে ফোন করলে আর রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।

অভিযোগ আছে, তাপস পাল বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক কাজে যুক্ত নন। সীমিতভাবে কিছু সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে রাজনীতিহীন ব্যক্তি হিসেবে জাহির করছেন। অথচ তাপস পাল স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পদধারী নেতা। এই পদ ব্যবহার করে তিনি ঢাকার রায়েরবাজার এলাকায় মন্দিরের জমি দখল করে বাড়ি নির্মান করেছেন। এছাড়া ঢাকেশ্বরী মন্দিরের সম্পত্তি ও সম্পদ আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। পল্টন দাস নামের একজন সেবায়েত এ সংক্রান্ত মামলায় তাপস পালকে আসামি করেছেন। এসব ঘটনায় বোঝা যায়, তাপস পাল নিজ ধর্মের মানুষের জন্যও ক্ষতিকর মানুষ ছিলেন। তার ক্ষমতার দাপটে আতঙ্কিত ছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকার বাইরে বাগেরহাটে নিজ এলাকার মানুষের জন্যও তিনি ছিলেন ভয়ের উৎস। ৫ আগস্টের পর একে সাহা নয়ন নামের এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, অপকর্মের বিরোধিতা করায় তাপস পাল তাকে আয়নাঘরে পাঠানোর হুমকি দিয়েছিলেন।

মন্তব্য জানতে অ্যাডভোকেট তাপস পালের মুঠোফোনে অভিযোগের বিষয়ে লিখিত পাঠিয়ে তাকে ফোন করলে তিনি 'পরে জানাবেন' বলে পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি। তবে, তার পক্ষ হয়ে আত্মীয় পরিচয়ে এক ব্যক্তি ফোন করে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন প্রলোভন দেখান।

আমার বার্তা/এমই

এক এজেন্সির হাতে জিম্মি মধ্যপ্রাচ্য রুট

এক ট্রাভেল এজেন্সির কাছে জিম্মি মধ্যপ্রাচ্যগামী এলারলাইন্সগুলো। প্রায়শই ওই রুটে টিকিট মূল্য কারসাজি করা হয়।

খিলগাঁও সাব-রেজিস্ট্রার মাইকেলের লাগামহীন দুর্নীতি

 ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন  আওয়ামীপন্থি পরিচয়ে দখলে রেখেছেন পছন্দের স্থান  দুর্নীতি করে গড়েছেন সম্পদের পাহাড় ঢাকার

আ.লীগের দোসর হয়ে এখনো দাপুটে উপ-সহকারী প্রকৌশলী মাসুদ

ছাত্র-জনতার অভ্যূত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা দলটির দোসর

বিনিয়োগ সম্ভাবনার বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা: তাকুইয়া কাওয়ামুরা

ব্যক্তিগত জীবনী: তাকুইয়া কাওয়ামুরা, একজন জাপানি অর্থনীতিবিদ। আমেরিকায় অটোমোবাইল কোম্পানিতে কাজ করাকালীন তিনি অধ্যাপক ইউনূসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই

তাঁতিবাজার এলাকা ঘুরে দেখলেন রাজউক চেয়ারম্যান

তথ্য উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

৬ জনকে রিকশা ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক

পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে সরকারের সবুজ সঙ্কেত

নগদের সিইও হিসেবে দায়িত্ব নিলেন সাফায়েত আলম

প্রবাসে ভোটার হতে হলে দিতে হবে চার ধরনের তথ্য

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাকার্তা

আ.লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: ফখরুল

দূষণবিরোধী অভিযানে ২৫ কোটি টাকার জরিমানা, বন্ধ ৬৮৭ ইটভাটা

চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে

একই কেন্দ্রের ৭ পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই বহিষ্কার

নতুন করে যেসব জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

জবি শাটডাউন ঘোষণা, দাবি মেনে নিলে ২ মিনিটে ক্যাম্পাসে ফিরব

বিকেএমইএ’র সভাপতি হলেন মোহাম্মদ হাতেম

ওয়ালটনের আনন্দ র‌্যালিতে খুলনা মাতালেন দুই তারকা

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া: নজরুল

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন

নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ

অগ্নি দুর্ঘটনায় মোকাবেলায় ফায়ার সার্ভিসকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়