ই-পেপার রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ভৈরবে বর্জ্য ব্যবস্থাপনা ও স্টেশনের জমি ক্রয় অনুমোদন শিগগির: সচিব

অনক আলী হেসেন শাহিদী:
ভৈরব (কিশোরগঞ্জ) ঘুরে এসে:
১৮ অক্টোবর ২০২৫, ১৮:১৮
ভৈরব পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও খালের মুখে ময়লার স্তুপ : ছবি- আমার বার্তা

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন-“কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার সম্মানিত পৌরবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে- বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন স্থাপনের জমি ক্রয়ের প্রশাসনিক অনুমোদন দেয়া হবে”। এ প্রসঙ্গে তিনি আরো বলেন- “বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন স্থাপনে ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি- “আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন”- এর নকশা সংগ্রহ করা হয়েছে। ঐ নকশার আলোকেই ভৈরব পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন নির্মানের চাহিত জমির প্রশাসনিক অনুমোদন প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে- যা অচিরেই শেষ হবে”- উল্লেখ্য যে, স্থানীয় সরকার সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর নিকট এই প্রতিনিধি জানতে চান- ভৈরব পৌরসভার পক্ষ্যে- কিশোরগঞ্জ জেলা প্রশাসন তার দপ্তরের স্মারক নং- ৪৬.৪১.৪৮০০.০১০.১২.০০২.২০২৩-৩৬৫ তাং ২৩.০৭.২০২৫ খ্রীঃ তারিখে- ভৈরব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ৬.০৩৪ একর ভূমি সরেজমিনে পরিদর্শনপূর্বক একটি প্রতিবেদনসহ-প্রস্তাবিত ভূমির ক্রয়ের প্রশাসনিক অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগে একটি পত্র দেন। ঐ প্রস্তাবিত পত্রের প্রেক্ষিতে কি পদক্ষেপ নিয়েছেন?- এমন প্রশ্নের উত্তরে স্থাণীয় সরকার সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী- এই প্রতিনিধিকে উপরোক্ত মন্তব্য করেন।

এখানে আরো- উল্লেখ্য যে, কিশোরগঞ্জ জেলা প্রশাসন শুরু থেকেই- ভৈরব পৌরসভায়- বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির কাজে ও সর্বাত্বক সহায়তা করে আসছে। ভৈরব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন স্থাপনের লক্ষ্যে প্রতিবেদন প্রদান সংক্রান্ত কমিটির আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন- উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কিশোরগঞ্জ মোহাম্মদ নাহিদ হাসান খান, সদস্য নির্বাহী প্রকৌশলী ডি পি এইচ ই, কিশোরগঞ্জ- মাহবুবুর রহমান, সদস্য সহকারী কমিশনার (ভূমি) ভৈরব, কিশোরগঞ্জ- মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সদস্য সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ- মোঃ মমিন ভূঁইয়া এবং সদস্য সচিব- উপজেলা নির্বাহী কর্মকর্তা ভৈরব কিশোরগঞ্জ- শবনম শারমিন। সংশ্লিষ্ট এই কমিটি- ভৈরব পৌরসভার বাস্তব জীবনচিত্র, জনদূর্ভোগ ও দীর্ঘ দিনের গনদাবীর প্রেক্ষিতে এই প্রস্তাবনা প্রেরন করেন।

“প্রস্তাবিত ৬.০৩৪ একর ভূমির ক্রয় প্রস্তাবে যে মূল্য নির্ধারন করা হয়েছে- ঐ মূল্যে তথা প্রতি শতাংশ ১ লক্ষ টাকায়- ক্রয় সম্ভব কিনা? তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারন প্রস্তাবিত অঞ্চলে ভূমির নূন্যতম শতাংশের সরকারী মূল্য প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা-” এমন মন্তব্য স্থানীয়দের।

ভৈরব পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন নির্মানসহ পয়ঃ- নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনার নির্মান কতটা প্রয়োজন তা দেখতে ভৈরব পৌরসভার বিভিন্ন সড়কে সরেজমিন পরিদর্শন করেন এই প্রতিনিধি। তিনি দেখতে পান- “জীবন যাপনের ভয়াবহ অস্বাস্থ্যকর চিত্র, প্রতিনিয়ত বর্জ্য ফেলার অব্যবস্থাপনা, বর্জ্য পোড়ানো ধূয়ায় জীবনের অস্বস্থিকর পরিবেশ ও বর্জ্যরে ফেলানোর ভয়াবহ প্রভাবে পৌর শহরে সকল ড্রেনেজ ব্যবস্তাপনা পুরোপরি বন্ধ হয়ে যাওয়া এবং সামান্ন বৃষ্টিতে শহরে ভয়াবহ জলাবদ্ধতার চিত্র। “ক” শ্রেনীর এই পৌরসভার এ ভয়াবহ চিত্র চলছে দীর্ঘদিন থেকে। বিগত সরকারের ক্ষমতাশীনেরা এ বিষয়ে সমাধানের কোন পদক্ষেপ নেয়নি। এই প্রেক্ষাপটেই- ভৈরব পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন নির্মানের জমি ক্রয়ের প্রশাসনিক অনুমোদনের প্রস্তাব পাঠানো হয় সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে। ভৈরব পৌরসভার- বাগানবাড়ি ময়লার খাল, মরামারা রেল ব্রীজ, উতলাকান্দা মাছ বাজার, সিলেট মহসড়কের- নাটালমোড় মহা সড়কের প্রবেশ মুখ এবং রেল ষ্টেশনের সড়কের- পলাশের মোড় এর সামনের বড় বড় ময়লার স্তুপ দেখতে পান এই প্রতিনিধি। এসব ময়লার স্তুপের দূগন্ধ-গোটা পৌরসভাসহ আশে পাশের অঞ্চলকে কতটা অস্বস্থ্যিকর পরিবেশে ফেলেছে- তা ভাবতে গাঁ শিহরিয়ে উঠে। অতি সম্প্রতি সড়ক ও সেতু মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান- কিশোরগঞ্জের ভৈরব ষ্টেশন সড়কে যাওয়ার পর সেখানে ভয়াবহ ময়লার স্তুপ দেখতে পান। যদিও উপদেষ্টা আসবেন বলে প্রধান সড়কের পাশের আবর্জনা পর্দা দিয়ে আড়াল করা হয়েছিল। আবর্জনা চোখের আড়ালে গেলেও দূর্গদ্ধ রয়ে গেল। মানুষ নাক চেপে রাস্তা পার হলো। এ অবস্থা চলছে দীর্ঘ দিন থেকে। যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

আমরা ভৈরব পৌরসভার এ সমস্যা স¤র্পকে যা কথা বলেছি-: স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। এর মধ্যে ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্টি এর সভাপতি- জাহিদুল হক জাভেদ বলেছেন "ভৈরব পৌরসভাকে গণমানুষের পৌরসভা সহ স্বাস্থসম্মত পৌরসভায় রূপ দিতে-- যা যা করণীয় - তা করতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি আহবান জানাচ্ছি। তবে অতি দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন নির্মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানাচ্ছি”। এ ছাড়া আমরা কথা বলেছি- ভৈরব উপজেলা বিএনপির সভাপতি-রফিকুল ইসলাম,-সাধারন স¤পাদক আরিফুল ইসলাম: ভৈরব প্রেস ক্লাবের সাধারন স¤পাদক সোহেলুর রহমান ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ উপজেলা শাখার সাধারন স¤পাদক আব্দুল মতিন ইবনে ফয়সল ফাহিম এর সাথে। তাঁরা সকলেই অবিলম্বে ভৈরব পৌরসভায়-বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং টেশন স্থাপনের জমি ক্রয়ের মন্ত্রনালয়ের প্রশাসনিক অনুমোদন দিতে সংশ্লিষ্ট স্থানীয় সরকার বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

উল্লেখ যে- স্থানীয় বিভাগের এক পত্রের প্রেক্ষিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-তার দপ্তরের স্মারক নং-৪৬.০৩. ০০০০.০৩১.১৬-০০১.২৫-২৪৫৩ তারিখ- ৮.১০. ২০২৫ খ্রীঃ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবরে কয়েকটি আদর্শ বর্জ্য ব্যসস্থাপনা ও ডাম্পিং ষ্টেশন এর নকশা ও প্লান পাঠিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এগুলো নিয়ে কাজ করছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) সুরাইয়া আক্তার জাহান- এই প্রতিনিধিকে বলেন- “ভৈরব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং ষ্টেশন নির্মান নিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে, যা দ্রুততম সময়ে মধ্যে শেষ হবে ইনসাল্লাহ”।

উল্লেখ্য যে, ভৈরব পৌরসভা- কিশোরগঞ্জ জেলার একটি অতি জনগুরুত্বপূর্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান। পৌরসভাটি মেঘনা নদীর উত্তর তীরে অবস্থিত। এটি একটি প্রাচীন নদী বন্দর। ১৩.০৭ বর্গ কিলোমিটারের এই পৌরসভার মেঘনা নদীর সাথে সংযোগ খালগুলো ভরে গেছে- ময়লার স্তুপে। এর ফলে পুরো পৌরসভা- একটি ভয়াবহ মৌলিক সংকটে পতিত হয়েছে। এ প্রসঙ্গে ভৈরব পৌরসভার বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেছেন- “ভৈরব পৌরসভার রিবাজমান সকল সমস্যা সমাধানে সম্ভব সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কমনা করছি”।

আমার বার্তা/এমই

কক্সবাজার থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

সমুদ্রের বুকে দৃষ্টিনন্দন রানওয়ে, রাতের দৃশ্য অপরূপ নয়নাভিরাম বিদেশী পর্যটকরা সরাসরি আসতে পারবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র

বিসিআইসিতে হযবরল অবস্থা

#দুই তদন্তের বিপরীতমুখী #রিপোর্ট #৮.৭ লাখ টাকার মালামাল গরমিল #সিকিউরিটি মানি বাজেয়াপ্তে পশ্ন  #আর্থিক অনিয়মে বরখাস্তের পরও বহাল #এমটিএস

ওয়ার্ল্ড ফুড ফোরামে বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানালেন ব্রি মহাপরিচালক

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ডঃ মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন- “ইটালির রোমে জাতি সংঘের

আগামী পাঁচ বছর সৌদি-বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে কাজ করবো: সৌদি রাষ্ট্রদূত

অতি সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত  সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ দৈনিক আমার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনে বন্যায় সবচেয়ে বেশি পরিবার ক্ষতিগ্রস্ত: সিপিডি

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন মাত্র ৫০ মেগাওয়াট

বিভিন্নস্থানে আগুন দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ: সারজিস

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভৈরবে বর্জ্য ব্যবস্থাপনা ও স্টেশনের জমি ক্রয় অনুমোদন শিগগির: সচিব

বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ১৫ আনসার সদস্য আহত

ব্রাহ্মণপাড়ায় ভুয়া সার্টিফিক দেয়ায় কলেজ সভাপতিকে অপসারণ

খালেদা জিয়া বা তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন: মির্জা ফখরুল

সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

বাড়তি মাশুলের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি

যুদ্ধবিরতির পরও গাজায় ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল

সরাইলে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটক ১৫ জনকে কারাদণ্ড

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ব্লক করে দেওয়া হবে ওয়েবসাইট

চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি বৃদ্ধি, বন্ধ রয়েছে কনটেইনার পরিবহন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ জন

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩১ ইউনিট

শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে: ড. মঈন খান