ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সিন্ডিকেট প্রধান হেলালের দুই খলিফাকে বিএনপিতে পুর্নবাসন

সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েলে তেল চুরি পর্ব - ৩
নিজস্ব প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৫, ১৯:০২

যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও কার্যকরী পরিষদের সভাপতি জয়নাল আবেদীন টুটুল। প্রতিষ্ঠানটিতে এদের পরিচিতি সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের দুই খলিফা হিসাবে । জুলাই গণআন্দোলনে এয়াকুবের বিরুদ্ধে দুটো এবং জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে আছে তিনটি হত্যা মামলা। প্রথমজন কর্মরত যমুনা অয়েলের প্রধান কার্যালয় চট্টগ্রাম আগ্রাবাদে, দ্বিতীয়জন নারায়ণগঞ্জ ফতুল্লা ডিপোতে। দেশের পট পরিবর্তনের পরেও হেলাল উদ্দিনের আশিবাদে দুজনেই চাকরীতে বহাল তবিয়তে এবং বর্তমানে আওয়ামিলীগ ছেড়ে বিএনপির ছায়াতলে। চলছে তাদের আগের মতোই তেল চুরির ব্যবসা। অবশ্য ৫ আগষ্ট ২০২৪ এর পরে মাঝে মধ্যে দুজন অফিসে আসে, তবে স্বাক্ষর করে চলে যায় পুরো মাসের হাজিরা খাতায়। এতে সব কিছুর মুলে ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন। দুইজনেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। মুহাম্মদ এয়াকুব চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরের ক্যাডার, আর টুটুল হলো নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার। দুজনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শত কোটি টাকার মালিকানা সম্পকৃত বিষয়ে পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে বিপিসি।

গত ৮ অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে । তেল টুটুল সম্পকৃত তদন্ত কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয় বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম প্রধান এবং এতে সদস্য সচিব করা হয় ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে। অপর সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে তদন্ত কমিটির আহবায়ক করা হয় একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এবং সদস্য সচিব করা হয়েছে ব্যবস্থাপক (বানিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে। দুটো কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমাও বেধে দেয়া হলেও, তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে টুটুলের বিরুদ্ধে তদন্ত কমিটির কিছুটা কার্যক্রম দেখা গেলেও এয়াকুবের বেলায় কিছুই হয়নি।

বিপিসি সুত্রে জানা গেছে টুটুলের তদন্ত কমিটির সদস্য সচিবের ২৩ অক্টোবর স্বাক্ষরিত চিঠির আলোকে ২৬ অক্টোবর ফতুল্লা ডিপোর ইনচার্জ আসলাম খান স্ব শরীরে উপস্থিত হয়ে তদন্ত কমিটির কাছে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তদন্ত কমিটির সদস্য সচিব ২৮ অক্টোবর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেয়া এক চিঠিতে বলা হয়, উক্ত কমিটির কার্যপরিধির আলোকে সার্বিক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নিন্ম বর্নিত তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে যমুনা অয়েল কোম্পানি লি: ফতুল্লা ডিপোর গত ৩ অর্থ বছরের (২০২২-২০২৩, ২০২৩ -২০২৪ ও ২০২৪-২০২৫) বছর ভিত্তিক ও মাস ভিত্তিক এবং চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই - সেপ্টেম্বর মাসের জালানি তেলের মাস ভিত্তিক লস/ গেইনের হিসাব । এমতাবস্থায় উপরের বর্নিত তথ্যাদি আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) মহোদয়ের বরাবর প্রেরনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো । তবে নির্ধারিত সময়ের মধ্যে যমুনা অয়েল কর্তৃপক্ষ এজাতীয় কোন তথ্যাদি তদন্ত কমিটির কাছে জমা দেয়নি। তদন্ত কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সর্বশেষ আরেকটি চিঠি পাঠায় ২৮ অক্টোবর।এই চিঠিতে অভিযুক্ত জয়নাল আবেদীন টুটুলকে বলা হয় ০২ নবেম্বর ২০২৫ দুপুর ২'৩০ ঘটিকায় কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) মহোদয়ের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অফিস কক্ষে শ্ব শরীরে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদানের জন্য । তবে টুটুলের এক চিঠিতে তদন্তের কার্যক্রম থেমে গেছে। ৩০ অক্টোবর তিনি তদন্তকারী কর্মকর্তা বরাবর ৩০ কাযদিবসের সময় চেয়ে আবেদন করেছে।

এদিকে তদন্ত কাজে প্রভাবিত করার অভিযোগ উঠেছে যমুনা অয়েলের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিনের বিরুদ্ধে। তেল টুটুল এবং এয়াকুব হলো তার আয় রোজগারের অন্যতম সিন্ডিকেট সদস্য । অবশ্য তদন্ত কমিটির এই আহবায়কের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই। যমুনা অয়েলের ডিজিএম অপারেশনের সাথে দুটো তদন্ত কমিটির প্রদানের সাথে রয়েছে তার পুরানো লেনদেনের সম্পর্ক। অবশ্য এর আগেও একটি তদন্ত কমিটির প্রধান ছিলেন এটিএম সেলিম প্রধান, তবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত রিপোর্ট। একই ধরনের অভিযোগে ২০১৪ সালে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্বে তদন্তে নেমেছিল বিপিসি। সেই বছরের ৯ জুন তৎকালীন বিপিসির সচিব দীপক চক্রবর্তীর স্বাক্ষরিত তদন্ত কমিটিরও আহবায়ক ছিলেন আজকের এই এ টি এম সেলিম প্রধান। সেসময়ও তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় সীমাও বেধে দেয়া হয়েছিল ২৪ জুন পর্যন্ত। কিন্তু এগার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি অদ্যবধি। এবিষয়ে সেলিম প্রধানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি। পাঠানো হয় ক্ষুদে বার্তা, তাতেও সায় মেলেনি ।

দুই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক সামান্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়া হয়নি। যমুনা অয়েল কর্তৃপক্ষের পুরানো কথা নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোন কর্মকর্তাকে তাহাদের সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলি করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলে বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন

বিতর্কিত মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি, এই শিরোনামে ৩০ নবেেম্বর দৈনিক আমার বার্তায় একটি

টেকসই কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে উত্তরণ ইঞ্জিনিয়ারিং এর সাফল্য কামনা করছি

কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (গবেষনা অনুবিভাগ) মো. আবু জুবাইর হোসেন বাবলু বলেছেন- "কৃষি মন্ত্রনালয় খাদ্য

বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি!

যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর বিশাল অংকের  ডিজেল গায়েব ঘটনার রেষ এখনো কাটেনি৷ নতুন করে প্রতিষ্ঠানটিতে

যমুনা অয়েলেের সিন্ডিকেট প্রধান হেলালের সেকেন্ড ইন কমান্ড ক্ষমতাধর মাসুদুল

যমুনা অয়েলে তেল চুরির সিন্ডিকেট নিজের নিয়ন্ত্রনে রাখতে ডিজিএম  হেলাল উদ্দিন গঠন করে রেখেছে একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি‌দের ভোট দি‌তে উদ্বুদ্ধ ক‌রে‌ছে হাইক‌মিশন

এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

সীমান্তে বিএসএফের গুলিতে এক দিনে ২ বাংলাদেশি যুবক নিহত

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না: নজরুল ইসলাম

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক: আমিনুল হক

পাটের মতো বস্ত্রখাত নিয়ে ভুল করতে চাই না: বাণিজ্য উপদেষ্টা

টেকনাফের শাহপরীতে বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

কোনো প্রাইভেট প্রেসে যেন ব্যালট ছাপানো না হয়: বিএনপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিরুদ্ধে ৮৮ বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, এখন বাস্তবে স্বাধীন দেখতে চাই: সুপ্রিম কোর্ট বার

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে: রিজওয়ানা হাসান

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় যুগান্তকারী অধ্যাদেশ পাস: পরিবেশ উপদেষ্টা

আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি ইসির

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

ভোলায় স্টেডিয়াম-সুইমিং পুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন