ই-পেপার শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

খোলসবন্দি ভিনি-এমবাপে, হেরে তিনে নামলো রিয়াল

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৫, ১০:৩৯

প্রতিপক্ষ রিয়াল বেটিসের মাঠে একেবারে ছন্নছাড়া একটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণভাগে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ভিনিসিয়ুস-এমবাপেদের। তাদের খোলসবন্দী দিনে লস ব্লাঙ্কোসরাও তিক্ত হারের স্বাদ পেয়েছে। প্রথমে লিড নিলেও বেটিসের কাছে তারা হেরেছে ২-১ গোলে।

গতকাল (শনিবার) রাতে বেটিসের মাঠে লা লিগার ম্যাচটি খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। মাত্র ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ তাদের এগিয়ে দেওয়ার পর জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল।

দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রিয়ালের জার্সিতে লা লিগায় অনুপস্থিত জ্যুড বেলিংহ্যাম। তবুও তারকায় সমৃদ্ধ রিয়াল ধারহীন ছিল ম্যাচের শুরু থেকেই। এরপরই অবশ্য কিলিয়ান এমবাপে পাল্টা আক্রমণে উঠে মেন্ডি হয়ে বল পান দিয়াজ। মরক্কান তারকা এক স্পর্শেই দশম মিনিটে লিড এনে দেন রিয়ালকে। এরপর স্বাগতিকরা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে। তারই জের ধরে ৩৪ মিনিটে কর্নার থেকে জোরালো হেডে কারদোসো বল জালে জড়িয়ে সমতায় ফেরার উৎসবে মাতেন।

বিরতির পর স্বাগতিক বেটিস আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। তাদের স্প্যানিশ মিডফিল্ডার জেসুস রদ্রিগেজ ডি-বক্সে ঢুকে পড়লে ঝুঁকি এড়াতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন অ্যান্টনিও রুডিগার। রিয়ালের জার্মান ডিফেন্ডার উল্টো দলকেই বিপদে ফেলে দেন। রেফারি পেনাল্টি দেওয়ার পর ইসকো স্পট কিকে গোল ব্যবধান ২-১ পরিণত করেন। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত রিয়ালের খেলা এই স্প্যানিশ তারকা বেশ উদযাপনও করেছেন গোলের পর। তবে পরে ম্যাচ শেষে এর জন্য ইসকো ক্ষমা চেয়েছেন।

পিছিয়ে পড়ার পর লম্বা সময় পেলেও ম্যাচে আর ফিরতে পারেনি রিয়াল। এমনকি জোরালো কোনো সম্ভাবনাও জাগাতে পারেননি ভিনি-এমবাপেদের মতো তারকারা। অতীতে রিয়াল অনেকবারই ঘুরে দাঁড়ানোর গল্প লিখলেও, এদিন ছিল হতশ্রী খেলার মহড়ায়। ১৫ মিনিট বাকি থাকতে বদলি নামা এন্ড্রিক ফেলিপে অবশ্য ভালো একটি সুযোগ পেয়েছিলেন। তবে ব্রাজিলিয়ান এই তরুণ বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যের ধারেকাছেও রাখতে পারেননি।

এই ম্যাচ হেরে লা লিগায় বেশ ভালো ধাক্কাই খেয়েছে রিয়াল। তিনে নেমে যাওয়া কার্লো অ্যানচেলত্তির দলের ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। এ ছাড়া এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে আছে।

আমার বার্তা/জেএইচ

মুশফিকের অবসরে যা বললেন বিসিবি সভাপতি ফারুক

টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

সামাজিক মাধ্যমে গত রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম।

ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর

মুশফিক-রিয়াদসহ বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে ছিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতদিন দেশ যেভাবে চলেছে আগামীতে আর সেভাবে চলবে না: রিজওয়ানা

কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে সরকার: আইন উপদেষ্টা

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

কুষ্টিয়ায় ৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিলেন উপদেষ্টা আসিফ

সমস্ত অপকর্মের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ট্যাক্স দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্বের বিশ্বসভায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সারজিসের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছেন রাজনীতিবিদরা

১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামল: বিবিএস

এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে: নাহিদ

এনআইডি ইসিতে রাখতে জোরালো অবস্থানে থাকবো: সিইসি

সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন

স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের তামাক কোম্পানির অনুষ্ঠানে যেতে মানা

অন্তত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

গুরুদাসপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম (এসআই) নারী অফিসার

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই

কোনো অন্যায় দাবির কাছে মাথানত করব না: বিএসইসি চেয়ারম্যান