সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান- দুজনেই যথাক্রমে পিএসএল এবং আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছেন। আইপিএলে মোস্তাফিজকে দলে পেতে চেয়েছে দিল্লি ক্যাপিটালস এবং পিএসএলে সাকিবকে দলে পেতে আগ্রহী লাহোর কালান্দার্স।
এখন একটাই প্রশ্ন, সাকিব-মোস্তাফিজ কি বিসিবির অনুমতি পাবে? গতকাল সন্ধ্যার পর থেকেই জল্পনা-কল্পনা ও নানা গুঞ্জন। আজ সকাল হতেই জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দুবাই অবস্থান করছে। ২৭ মে থেকে পাকিস্তানের ফয়সলাবাদ ও লাহোরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। এই দুই সিরিজ বাদ দিয়ে মোস্তাফিজকে বিসিবি আইপিএল খেলার অনুমতি দেবে কি না, সেটাই বড় প্রশ্ন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার কথা ভাবছে। এরই মধ্যে সবার জানা, পাক-ভারত যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল আবার ১৭মে থেকে শুরু হতে যাচ্ছে।
বিসিবি মোস্তাফিজের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে যে, ১৯ মে পর্যন্ত তাকে বাংলাদেশ দলের সাথে থাকতে হবে। অর্থাৎ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই মোস্তাফিজ চলে যাবেন ভারতে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে।
দিল্লি ক্যাপিটালসের আইপিএলের গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ বাকি আছে। যতদূর জানা গেছে, তিনটি ম্যাচই ২৫ মে’র মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ ২৭ তারিখ ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই আইপিএল খেলা শেষ হয়ে যাবে মোস্তাফিজের।
সে কারণেই বিসিবি তাকে এনওসি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে এর সাথে শর্ত একটাই যে, মোস্তাফিজকে ২৬ মে’র মধ্যে পাকিস্তানে বাংলাদেশ দলের সাথে যুক্ত হতে হবে এবং ২৭ মে থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে।
অন্যদিকে সাকিবও বিসিবির কাছ থেকে এনওসি চেয়েছেন এবং যতদূর জানা গেছে, যেহেতু সাকিব এখন জাতীয় দলে নিয়মিত খেলছেন না। তার খেলা নিয়েও নানা জটিলতা আছে তাই তাকে বিসিবি থেকে পিএসএলে খেলার অনুমতি দেয়া হচ্ছে।
মোস্তাফিজের ব্যাপারে বিসিবির আরও একটি ভাবনা আছে যে, যদি আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণার আগে তার আইপিএল খেলার খবরটি পাওয়া যেত, তাহলে হয়তো বিসিবি মোস্তাফিজকে আরও আগেই ছুটি দিয়ে দিত।
কিন্তু যেহেতু মোস্তাফিজ দুবাইগামী বিমানে চড়ার পরে এ খবরটি পাওয়া গেছে, তাই বিসিবি এ মুহূর্তে তাকে ১৯ মে পর্যন্ত বাংলাদেশ দলের সাথে রেখে দিতে চাচ্ছে এবং ১৯ মে’র পর থেকে ২৬ মে পর্যন্ত তাকে আইপিএল খেলার অনুমতি দেবে।
আমার বার্তা/এমই