ই-পেপার শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

আমার বার্তা অনলাইন:
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২

হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশই। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন।

তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিমও ১৮ বলে ১৪ রান করে। খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোঙর করাতে থাকেন। এক সময় দুই জন তুলে নেন ৫০ রানের জুটিও, যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার।

পরবর্তীতে অধিনায়ক লিটন তুলে নেন ৩৩ বলে নিজের অর্ধশতক। জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোটে ১৪ রান। হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে। তবে দলের জয় থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ৫৯ রানেই ফিরে যান টাইগার অধিনায়ক। পরে হৃদয়ের অর্ধশতকের আগেই ১৪ বল বাকি থাকতে, দলের হয় নিশ্চিত হয়ে যায়। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৫ রানে।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ দল। এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হংকং।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি, এই ব্যাটার ফেরেন ৪ রানে।শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব।

পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এই ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা।

মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। পরে হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আমার বার্তা/এমই

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মাইলফলকের সামনে মুশফিক

একটি মাত্র টেস্টের পর ‍ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে নভেম্বরে তারা

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে গতকাল (১৬ সেপ্টেম্বর) ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। এমন জয়ের পর এশিয়া

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আমরা যে ধরণের ক্রিকেটের জন্য পরিচিত, তেমন খেলতে পারিনি: রশিদ খান

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ৮ রানের জয়ে সুপার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২ শত কেজি ইলিশ গেল ভারতে

সব বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে: আমিনুল

জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের সচেতনতামূলক কার্যক্রম

অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল

আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে

বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে

২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু চলতি বছরের ১৭ ডিসেম্বর

মেহেরপুর নতুন দরবেশপুর স্কুল মাঠে পানি জমে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি

শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা

আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয়

জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে, জানালেন মান্না

স্বাধীনতার পর চোর-বাটপাড়দের রাজত্ব শুরু হলো: মেজর হাফিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মাইলফলকের সামনে মুশফিক

বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই যোগ দিলেন বিজিবিতে

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে: জ্বালানি উপদেষ্টা

দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম

ভূ-রাজনীতি পাল্টে দেবে পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি?

৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি

খুবি ছাত্রীর মরদেহ গাইবান্ধায় যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে