জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইটি সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী নির্বাচনে সভাপতি হিসেবে ইমাম হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বায়জিদ সরকার বিজয় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আসিফ আহমেদ রোজেল এবং মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উজ্জ্বল কুমার আচার্য্য এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাহসিনা নায়মা খান, ইব্রাহিম শেখ ও তৌহিদ হাসান। এছাড়া, মো. আলিফ সহকারী সাধারণ সম্পাদক, মো. আবু সাঈদ ও মনিকা জাহান খাদেজা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সভাপতি ইমাম হাসান বলেন, “সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ এক মুহূর্ত। আমি কৃতজ্ঞতা জানাই সকল সদস্য, শুভানুধ্যায়ী ও ভোটারদের প্রতি—যাদের আস্থা, ভালোবাসা ও সমর্থনে আমি এই পদে নির্বাচিত হয়েছি।আমি বিশ্বাস করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটিকে আরও প্রযুক্তিমুখী, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো সকলের সহযোগিতায়।সবার সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাবো নতুন সম্ভাবনার পথে।”
সাধারণ সম্পাদক বায়জিদ বলেন, "তথ্য প্রযুক্তির এই যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।আমার মিশন হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি লার্নিং ইনভরমেন্ট ক্রিয়েট করা, যেখানে সবাই আইটির উপর দক্ষতা বাড়াতে পারবে।
আমাদের নিজস্ব কোনো রুম বা ল্যাব না থাকায়, আগের দায়িত্বে থাকাকালীন অনেক কিছু করতে চাইলেও সীমাবদ্ধতা ছিল। তবে এখন আমি রুম, রিসোর্স, এবং আরও বেশি শেখার সুযোগ নিশ্চিত করতে চাই।কমিটির সকল সদস্যকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।"
আমার বার্তা/এমই