
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইউসুব আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাফি। একইসঙ্গে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের জাকারিয়া হোসাইন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভবনে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম।
কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও চারুকলা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।
উল্লেখ্য, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ গ্রহণ করা হয়। তাছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

