
তেজগাঁও কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ধ্রুব সেন(২৩) মোবাইল ফোন মেরামত করতে গিয়ে অপহৃত হন। চক্রের সদস্যরা ধ্রুব সেনকে জিম্মি করে এবং তার ভাইকে ফোন করিয়ে ৫০০০ হাজার টাকা হাতিয়ে নেয়।
রাত ১ টার দিকে অপহৃত ধ্রুবের বান্ধবী পরিবারকে ফোন করে জানায় যে, ধ্রুবকে অপহরণ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানায় পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অপহৃত ধ্রুবকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা আবরার আবেদীন খানকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
ভুক্তভোগী ধ্রুব সেন টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী কলেজ গেট হাউজপাড়া এলাকায় থাকেন।তার বাড়ি ভোলা জেলার মনপুরায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, ভুক্তভোগী ধ্রুব সেন (২৩) তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। গত ২২ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে মোবাইল ফোন মেরামত করার জন্য বের হয়। পরে ধ্রুব সেন একই দিন রাত সাড়ে ৭ টার দিকে তার পিতার নিকট ফোন করে মোবাইল মেরামতের জন্য ৩০ হাজার টাকা চায়।
তিনি টাকা না দেওয়ায় ধ্রুব তার বড় ভাইয়ের কাছে ৫ হাজার টাকা চাইলে তিনি বিকাশে পাঠান। পরবর্তীতে রাত ১টার দিকে ভুক্তভোগী ধ্রুব সেনের বান্ধবী অর্পা মনি ভুক্তভোগীর বোনের কাছে ফোন করে জানান যে, ধ্রুব সেনকে রাত সোয়া ৮ টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টর আজমপুর ফ্লাইওভারের নিচে অজ্ঞাত অপহরণকারীরা ৩০ হাজা টাকা মুক্তিপণ দাবি করছে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিএমপি'র উত্তরা পশ্চিম থানায় অপহরণ মামলা দায়ের করেন।
আজ মঙ্গলবার(২৩ ডিসেম্বর) র্যাব-১ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণ মামলার প্রধান আসামী আবরার আবেদীন খান (২১) অপহৃত ভিকটিম ধ্রুব সেন (২৩) ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অবস্থান করছে।
ওই গোপন সংবাদের ভিত্তিতে একই রাত পৌনে ৩ টার দিকে র্যাব-১ এর দল দক্ষিণখান থানাধীন সরদারবাড়ী ব্রসিচ মাঠ পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আবরার আবেদীন খান’কে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিম ধ্রুব সেন’কে উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিত অতিরিক্ত পুলিশ সুপার রাকিব জানান, আসামী আবরার আবেদীন খান অনলাইনে ‘স্পার্ম ডোনার বিডি গ্রুপ’ এর একজন সদস্য। তিনি এবং তার প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অপহরণপূর্বক ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে থাকে।
এই প্রতারক চক্র ভুক্তভোগী বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে এবং ব্ল্যাকমেইলসহ বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারক চক্রসহ সমাজের নানাবিধ অপরাধ দমনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমার বার্তা/এল/এমই

