ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

চাপে রয়েছে শেয়ারবাজার, অনিশ্চয়তায় আটকে বিনিয়োগকারীরা

আমার বার্তা অনলাইন:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫

দেশের শেয়ারবাজার বর্তমানে এক ধরনের স্থবিরতা ও অনিশ্চয়তার মধ্যদিয়ে যাচ্ছে। সূচকের ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে বাজারে গতি নেই, লেনদেন সীমিত এবং বিনিয়োগকারীদের বড় একটি অংশ এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

দীর্ঘ মন্দার কারণে অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী বড় লোকসানের মধ্যে রয়েছেন। অনেকেই মাসের পর মাস লেনদেনে অংশগ্রহণ করছেন না। এ অবস্থা থেকে কবে মুক্তি পাবেন তারও কোনো দিশা পাচ্ছেন না তারা। সবমিলিয়ে এক ধরনের অনিশ্চয়তায় আটকে রয়েছেন বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীরা বলছেন, অব্যাহত পতনের কারণে লোকসানের পাল্লা এতটাই ভারী হয়েছে, পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করলে কিছুই পাওয়া যাবে না। সে কারণে তারা শেয়ার বিক্রি না করে সামনে বাজার ভালো হবে, সেই প্রত্যাশায় শেয়ার ধরে রাখছেন। কিন্তু দিন যত যাচ্ছে শেয়ারবাজার তত তলানিতে যাচ্ছে। ফলে লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে। এতে প্রতিনিয়ত বিনিয়োগকারীদের নীরব রক্তক্ষরণ হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের মারাত্মক আস্থার সংকট সৃষ্টি হয়েছে। যে কারণে মাঝেমধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তা স্থায়ী হচ্ছে না। বাজার একটু ঊর্ধ্বমুখী হলেই বিক্রির চাপ বেড়ে যাচ্ছে। ফলে পতনের মধ্যেই আবদ্ধ থাকছে শেয়ারবাজার। আবার বিনিয়োগকারীদের বড় অংশ লোকসানে থাকায় তাদের ক্রয়-বিক্রের পরিমাণ কমে গেছে। এতে বাজারে তারল্য সংকট দেখা যাচ্ছে এবং শেয়ারবাজারের ওপর চাপ সৃষ্টি হচ্ছ।

তারা আরও বলছেন, দীর্ঘদিন ধরে বাজারে নতুন আইপিও আসছে না, এটিও শেয়ারবাজারের জন্য একটি বড় সমস্যা। আইপিও না আসার কারণে বিনিয়োগের বিকল্প ক্ষেত্র যেমন সৃষ্টি হচ্ছে না, তেমনি বাজারে নতুন বিনিয়োগকারীও আসছেন না। আবার বাজারে মন্দা থাকায় অনেকে শেয়ারবাজার থেকে টাকা তুলে নিয়ে ব্যাংক আমানত, ট্রেজারি বিল ও সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মাঝেমধ্যে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও তা ধরে রাখতে পারছে না। সেই সঙ্গে মাঝেমধ্যে লেনদেনের গতি কিছুটা বাড়লেও, দুই-একদিন পরেই আবার লেনদেনের গতি কমে যাচ্ছে। ফলে সার্বিকভাবে বাজারে লেনদেন খরা ও দরপতনের মধ্যে পতিত হয়েছে।

চলতি বছরের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ছিল ৫ হাজার ২১৮ পয়েন্টে। এখন তা কমে ৪ হাজার ৮৯০ পয়েন্টে নেমেছে। অর্থাৎ চলতি বছরে এরই মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৩২৮ পয়েন্ট। এদিকে শেষ ১৩ কার্যদিবসের মধ্যে মাত্র একদিন ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। অথচ কয়েক মাস আগেও ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছিল।

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারী আব্দুর রাজ্জাক বলেন, আমরা প্রতিদিনই আশায় থাকি বাজার ভালো হবে, কিন্তু কিছুতেই বাজার ভালো হচ্ছে না। দীর্ঘদিন ধরে বাজারে মন্দা চলছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের লোকসান বেড়েই চলেছে। বর্তমানে বেশিরভাগ বিনিয়োগকারী ৭০-৮০ শতাংশ পর্যন্ত লোকসানে রয়েছেন। ফলে বাজারে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

আরেক বিনিয়োগকারী আরিফুল ইসলাম বলেন, আমি ২৮ টাকা করে বে-লিজিং কোম্পানির শেয়ার কিনেছিলাম, এখন সেই শেয়ারের দাম ৩ টাকায় নেমেছে। ৩০ টাকা করে কেনা সাইফ পাওয়ার টেকের শেয়ার দাম এখন ৫ টাকার নিচে। তাহলে বুঝে নেন কী পরিমাণ লোকসানে আছি। এক বছর হয়ে গেছে, আমি বাজারে লেনদেন করতে পারছি না। এত লোকসানে তো শেয়ার বিক্রি করা সম্ভাব না। তাই যেভাবে আছে, সেভাবেই ফেলে রেখেছি। যদি কোনো দিন বাজার ভালো হয়, তখন বিক্রি করবো।

ডিএসইর এক সদস্য বলেন, বর্তমানে শেয়ারবাজারে দৈনিক লেনদেনের পরিমাণ আশানুরূপ না। মাঝেমধ্যে লেনদেন বাড়লেও তা ধারাবাহিক হচ্ছে না। অধিকাংশ দিনেই লেনদেন সীমিত থাকছে, যা বাজারে তারল্যের সংকট নির্দেশ করে। বর্তমানে যে লেনদেন হচ্ছে, তা দিয়ে ব্রোকারেজ হাউজগুলোর পক্ষে চলা কঠিন হয়ে যাচ্ছে। কারণ ব্রোকারেজ হাউজগুলোর আয়ের মূল উৎস লেনদেন থেকে পাওয়া কমিশন।

তিনি বলেন, বর্তমান শেয়ারবাজারের বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীর আস্থা। দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত রিটার্ন না পাওয়ায় অনেক বিনিয়োগকারী বাজার থেকে দূরে রয়েছেন। নতুন বিনিয়োগকারীর প্রবেশও তুলনামূলকভাবে কম। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারে অনিশ্চয়তা, দরপতন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার অভাবে ঝুঁকি নিতে আগ্রহী হচ্ছে না।

আমার বার্তা/এল/এমই

২৪ ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি সাড়ে তিন লাখ কোটি টাকা

উচ্চমাত্রার খেলাপি ঋণের চাপে বিপর্যস্ত দেশের ব্যাংকখাত। খেলাপি ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে

সোনার দাম বেড়ে ভরিতে ছাড়াল ২ লাখ ১৭ হাজার

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চলতি ডিসেম্বরের প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্য হারে বাড়ছে। প্রবাসী আয়ের উল্লম্ফনের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে গত কয়েকবছরে বিপুল পরিমাণের অর্থ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল নিলাম: ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার

হাদির ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না

কুষ্টিয়ার ভেড়ামারায় কার্ভাডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

চাপে রয়েছে শেয়ারবাজার, অনিশ্চয়তায় আটকে বিনিয়োগকারীরা

২৪ ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি সাড়ে তিন লাখ কোটি টাকা

সোনার দাম বেড়ে ভরিতে ছাড়াল ২ লাখ ১৭ হাজার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বন্দুকছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে সাক্ষাৎ করলেন

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

কক্সবাজারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১

নতুন মুক্তিযোদ্ধা ৮৪, মুক্তিযুদ্ধের সহযোগী তালিকায় ২৮ জনের নাম

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানা‌লো যুক্তরাষ্ট্র-ভারত-চীন

স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চসিক মেয়র