
আন্তর্জাতিক পরিমণ্ডলের মর্যাদাসম্পন্ন গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন দেশের স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান নতুনধারা এসেটস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক ড. মো. সাদী-উজ-জামান। রিয়েল এস্টেট ও কমিউনিটি ডেভেলপমেন্টে দূরদর্শী নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা লাভ করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গ্লোবাল এনআরবি কনভেনশন-এ তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশের সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর আনুষ্ঠানিকভাবে ড. সাদী-উজ-জামানের হাতে পুরস্কার তুলে দেন।
কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
এই আন্তর্জাতিক কনভেনশনে উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইটি পেশাজীবীসহ বিশ্বের বিভিন্ন দেশের এনআরবিরা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আবাসন খাতে ড. মো. সাদী-উজ-জামানের রয়েছে প্রায় দুই দশকের অভিজ্ঞতা ও সুদৃঢ় সাংগঠনিক দক্ষতা। তিনি বর্তমানে এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারস-এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রিয়েল এস্টেট, হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার ও ইয়াং এন্টারপ্রেনারশিপ বিষয়ক একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্য।
আবাসন শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং সম্ভাবনা নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে তিনি নিয়মিত পত্র-পত্রিকায় লেখালেখি করেন এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে যুক্তিনির্ভর মতামত উপস্থাপন করেন।
আমার বার্তা/এমই

