ই-পেপার শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

রাশিয়া-বেলারুশের সামরিক মহড়ায় এবার অংশ নিলো ভারতও

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় সেনারাও। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর নিশ্চিত করে বলে জানিয়েছে আল জাজিরা।

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার নেতৃত্বে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ‘জাপাদ-২০২৫’ নামে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু হয়।

ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের জেরে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে ক্রমবর্ধমান তিক্ততার মধ্যে রুশ সামরিক মহড়া অংশগ্রহণ নয়াদিল্লি-মস্কোর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে এনেছে।

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার নেতৃত্বে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ‘জাপাদ-২০২৫’ নামে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু হয়। আল জাজিরার প্রতিবেদন মতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, জাপাদ-২০২৫ সামরিক মহড়ায় অংশ নিতে ৬৫ সেনা পাঠিয়েছে তারা।

এই মহড়ায় রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের উৎক্ষেপণের অনুশীলন করে, যার মধ্যে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল যা মস্কো গত বছর ইউক্রেন যুদ্ধে পরীক্ষা করেছিল।

মঙ্গলবার ছিল সামরিক মহড়ার শেষ দিন। এদিন সামরিক পোশাক পরে মহড়া পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি বলেন, ‘আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত ধাপ পরিচালনা করছি।’

রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নেয়া ভারতের জন্য নতুন নয়। ২০২১ সালে অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর কিছুদিন আগে নয়াদিল্লি জানায়, তারা রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী ও প্রচলিত অভিযান’ সম্পৃক্ত সামরিক মহড়ায় সেনা পাঠিয়েছে। তবে তারা সেনা সংখ্যা উল্লেখ করেনি।

তবে এবারের সামরিক মহড়া এমন সময় চালানো হলো, যখন ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে তেল কেনায় অব্যাহত রাখায় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে এবং ইউরোপ মস্কোকে ক্রমবর্ধমান ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে দেখছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এরই মধ্যে বলেছেন যে, রাশিয়ার নেতৃত্বে বহুজাতিক এই সামরিক মহড়া মূলত ইউরোপকে ভয় দেখানোর জন্য চালানো হয়েছে।

ক্রেমলিনের বরাত দিয়ে তাস বলেছে, ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালির ‘টাস্কফোর্স এবং সামরিক দল’ এ মহড়ায় অংশ নেয়। কিন্তু ভারতীয় সেনাদের অংশগ্রহণ অবশ্যই বিশেষ। ভারতের সেনাবাহিনীর অভিজাত পদাতিক বাহিনী কুমায়ুন রেজিমেন্ট মহড়ায় অংশ নেয়া ভারতীয় দলটির নেতৃত্ব দেয়।

ভারতীয় সেনাদের মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে দেশটির ‘সহযোগিতা ও পারস্পরিক বিশ্বাসের মনোভাব জোরদার করা’। যা অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করা হচ্ছে। কারণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একটি ভারত, বিশেষ করে চীনের সঙ্গে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে।

কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত মাস থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্প বলেছেন, এ শুল্কের মধ্যে ২৫ শতাংশ ভারতের ওপর ‘জরিমানা’ হিসেবে আরোপ করা হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতকে এ শাস্তি দেয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ভূ-রাজনীতি পাল্টে দেবে পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি?

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে সৌদি আরব ও পাকিস্তানের স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সৌদির নিরাপত্তায় প্রধান সঙ্গী পাকিস্তান

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দুই দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, আহত কমপক্ষে ২৩

মাত্র দেড় মাসের ব্যবধানে ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই বৈরী প্রতিবেশী দেশ থাইল্যান্ড

গাজা ইস্যুতে জাতিসংঘে ভোট, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর সর্বশেষ প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২ শত কেজি ইলিশ গেল ভারতে

সব বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে: আমিনুল

জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের সচেতনতামূলক কার্যক্রম

অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল

আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে

বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে

২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু চলতি বছরের ১৭ ডিসেম্বর

মেহেরপুর নতুন দরবেশপুর স্কুল মাঠে পানি জমে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি

শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা

আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয়

জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে, জানালেন মান্না

স্বাধীনতার পর চোর-বাটপাড়দের রাজত্ব শুরু হলো: মেজর হাফিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মাইলফলকের সামনে মুশফিক

বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই যোগ দিলেন বিজিবিতে

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে: জ্বালানি উপদেষ্টা

দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম

ভূ-রাজনীতি পাল্টে দেবে পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি?

৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি

খুবি ছাত্রীর মরদেহ গাইবান্ধায় যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে