জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির প্রতিবাদে গতকাল বুধবার দুপুর পর্যন্ত কলম বিরতি পালন করেছে চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স ও বন্ড কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির আহ্বানে তারা এই কলম বিরতি পালন করেন। একই দাবিতে ১৫ মে (আজ) এবং ১৭ মে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পুনরায় কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে জানিয়েছে ঐক্য পরিষদ।
সংস্কার ঐক্য পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা–কর্মচারী রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের দাবি করে আসছেন। অথচ সংস্কারের প্রধান অংশীজন হিসেবে তাদের মতামত গ্রহণ না করেই এবং সরকার গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ বা পর্যালোচনা ছাড়াই একটি অধ্যাদেশের মাধ্যমে নতুন কাঠামো প্রবর্তন করা হয়েছে– যা রাজস্ব ব্যবস্থায় অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি করবে। দেশের স্বার্থে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার জরুরি।
তারা সব অংশগ্রহণকারী কর্মকর্তা–কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করদাতা ও সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। পরিষদের মতে, এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।
আমার বার্তা/জেএইচ