ই-পেপার রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ঢাকায় আলজেরিয়া দূতাবাসে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন

আমার বার্তা অনলাইন
২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬

বাংলাদেশে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস-২০২৫ উদযাপন করেছে আলজেরিয়ার দূতাবাস। রোববার (২১ ডি‌সেম্বর) ঢাকাস্থ দূতাবাস প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলৌহাব সাইদানী মূল বক্তব্য প্রদান করেন। তিনি এবারের প্রতিপাদ্য ‘আরবি ভাষা : নতুন যোগাযোগ প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি বিপ্লবের যুগ— চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ এর আলোকে বক্তব্য রেখে আরবি ভাষার সভ্যতাগত গভীরতা এবং বিজ্ঞান, দর্শন, সংস্কৃতি ও কূটনীতিতে এর স্থায়ী অবদানের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনে সংজ্ঞায়িত এই সময়ে আরবি ভাষার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভর করবে আধুনিক প্রযুক্তি পাশাপাশি ভাষাগত সমৃদ্ধি ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য সংরক্ষণের সক্ষমতার ওপর।

তিনি আরও জানান, আরবি ভাষা শিক্ষাকে শক্তিশালী করা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে ডিজিটালাইজেশন ও ভাষাগত গবেষণা উৎসাহিত করা, আরবি সাহিত্য, প্রকাশনা ও অনুবাদে সহায়তা প্রদান, একাডেমিক ফোরাম ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতার সেতু হিসেবে বহুভাষিকতার পক্ষে সমর্থন—এসব ক্ষেত্রে আলজেরিয়া সক্রিয়ভাবে কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন একটি গুরুত্বপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ উপস্থাপনা প্রদান করেন। তিনি আরবি ভাষাকে সভ্যতা ও বিশ্বাসের ভাষা হিসেবে বর্ণনা করে এর ঐতিহাসিক যাত্রা ও সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

১৯৭৪ সালে জাতিসংঘে রাষ্ট্রপতি বুমেদিনের আরবি ভাষায় ভাষণকে জাতিসংঘের একটি সরকারি ভাষা হিসেবে আরবির স্বীকৃতি নিশ্চিত করার ক্ষেত্রে এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ডিজিটাল যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন শিক্ষার যুগে আরবি ভাষার সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং আধুনিক বিশ্বে আরবির প্রাণবন্ততা বজায় রাখতে প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট ও তরুণদের সম্পৃক্ততায় অধিক বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল আলজেরিয়ার চারজন শিশু শিক্ষার্থীর বক্তব্য, যেখানে তারা আরবি ভাষার গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরে উপস্থিত সবাইকে গভীরভাবে মুগ্ধ করে।

এছাড়া আরবি ভাষা দিবস উপলক্ষ্যে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যাতে ভাষাটির ঐতিহাসিক উত্তরাধিকার এবং ডিজিটাল যুগে এর ক্রমবর্ধমান ভূমিকা উপস্থাপন করা হয়।

এই উদযাপনের মাধ্যমে বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাস জ্ঞান, সংলাপ ও উদ্ভাবনের একটি জীবন্ত ও গতিশীল মাধ্যম হিসেবে আরবি ভাষার প্রসারে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—যা ঐতিহ্যের শিকড়ে দৃঢ় থেকেও ভবিষ্যতের সঙ্গে সক্রিয়ভাবে সংযুক্ত।

জানা যায়, ১৯৭৪ সালে এক যুগান্তকারী মুহূর্তের সূচনা হয়, যখন তৎকালীন আলজেরিয়ার রাষ্ট্রপতি হুয়ারি বুমেদিন ফিলিস্তিনি প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ অধিবেশনে আরবি ভাষায় ভাষণ প্রদান করেন। এ ঘটনাকে জাতিসংঘে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরবি ভাষার মর্যাদা ও ব্যবহার সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আলজেরিয়া বিভিন্ন কূটনৈতিক প্ল্যাটফর্মে আরবি ভাষার ব্যবহার ও প্রসারে সমর্থন জারি রেখেছে।

আমার বার্তা/জেএইচ

এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত

দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে তাদের কিছু ছবি-পরিচয় শনাক্ত হয়েছে। তাদেরকে

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে

হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব কালচারকে প্রতিহত করতে ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করবে

ঢাবির মুজিব ও বঙ্গমাতা হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসি অফিস ঘেরাও

এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

কাঠমুন্ডুতে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ইয়াসিন খান

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জবি শিবির

তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

ঢাকায় আলজেরিয়া দূতাবাসে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন

স্নাতক পাসে মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে মেরী স্টোপস

ময়মনসিংহে দিপু হত্যার ঘটনায় আরও ২ আসামি গ্রেপ্তার

নেত্রকোনায় বসতঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন

শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ পেছাল

আজ বছরের দীর্ঘতম রাত, কাল ক্ষুদ্রতম দিন