
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা জারনাজ রহমান তার ফেসবুক পোস্টে পোষ্য বিড়ালছানা জেবুকে কেন্দ্র করে জীবনের ছোট ছোট শিক্ষা ও অনুভূতি শেয়ার করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) করা পোস্টে তিনি লিখেছেন, জেবু শুধু তাদের পরিবারের সদস্য নয়, বরং ধৈর্য, মমতা এবং ভালোবাসার শিক্ষা দিয়েছে।
জাইমা রহমান উল্লেখ করেছেন, জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলাম, তখন ভাবিনি, সে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে। এমনও হয়েছে বাবা-মা পর্যন্ত জেবুর খোঁজ নিয়েছেন তার আগে, আর সন্ধ্যায় আব্বুর অনলাইন মিটিং চলাকালীন কোলে বসে আদর উপভোগ করত। জাইমা বলেন, 'জেবু যেন সবসময় আমার মনের অবস্থা বুঝে ফেলত, ছোট পা আর কোমল ছোঁয়ায় সঙ্গ দিত।'
তিনি আরও জানিয়েছেন, পোষ্য প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন, তা সবাই জানে। জেবুর মাধ্যমে মানুষ ধৈর্য, মমতা এবং ভালোবাসার শিক্ষা শিখেছে। জেবু কখনো ‘মিউ মিউ’ করে না; খুশি বা অবাক হলে নরমভাবে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে ‘গোঁ গোঁ’ করে, আর পছন্দ না করা বিড়ালের দিকে চিৎকার করে।
জাইমা বলেন, পোষা প্রাণীর সঙ্গে সম্পর্ক মানুষের মধ্যে মমতা, ধৈর্য ও ভালোবাসার শিক্ষা দেয়, যা প্রজাতির সীমা মানে না।

