ই-পেপার মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

ফাইটার ফর ডেমোক্রেসি, কখনোই নির্বাচনে হারেননি খালেদা জিয়া

আমার বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগ্রামে ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সম্মাননা লাভ করেছেন।

২০১১ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ফাইটার ফর ডেমোক্রেসি’ পদকে ভূষিত করে। যুক্তরাষ্ট্রের কোনো স্টেট সিনেট কর্তৃক কোনো বিদেশি রাজনৈতিক নেতাকে এ ধরনের সম্মান দেওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানানো হয়। গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়।

এরপর ২০১৮ সালের ৩১ জুলাই কানাডাভিত্তিক একটি সংগঠন কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননায় ভূষিত করে।

এই সম্মাননা দেওয়ার বিষয়ে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হয়। এ সময় কানাডার ওই সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এসব আন্তর্জাতিক স্বীকৃতি বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার রক্ষা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।

‘ফাইটার ফর ডেমোক্রেসি’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননায় ভূষিত খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এই চার জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিতে তিনি একাধিক আসন থেকে অংশ নেন এবং প্রতটিতে বিজয় লাভ করেন। নির্বাচনে তিনি কখনো পরাজিত হননি।

১৯৯১ সালে বগুড়া-৭, ঢাকা-৭, ঢাকা-৯, ফেনী-১ এবং চট্টগ্রাম-৮ থেকে নির্বাচন করেন। এর মধ্যে বগুড়া-৭ আসনে ৮৩ হাজার ৮৫৪টি ভোট পান, যা মোট ভোটের ৬৬ দশমিক ৯০ শতাংশ। ঢাকা-৭ আসন থেকে ৭১ হাজার ২৬৬ ভোট পান, যা মোট ভোটের ৫১ দশমিক ৫০ শতাংশ। ঢাকা-৯ আসনে ভাট পান ৫৫ হাজার ৯৪৬টি, যা মোট ভোটের ৬০ দশমিক ৪০ শতাংশ। ফেনী-১ আসনে ভোট পান ৩৬ হাজার ৩৭৫টি, যা মোট ভোটের ৩৮ দশমিক ৭০ শতাংশ। আর চট্টগ্রাম-৮ আসন থেকে ভোট পান ৬৯ হাজার ৪২২টি, যা মোট ভোটের ৫২ দশমিক ১০ শতাংশ।

এরপর ১৯৯৬ সালের জুনের নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষীপুর-২ ও চট্টগ্রাম-১ থেকে নির্বাচন করেন খালেদা জিয়া। এর মধ্যে বগুড়া-৬ আসন থেকে ১ লাখ ৩৬ হাজার ৬৬৯টি ভোট পান, যা মোট ভোটের ৫৮ দশমিক ৯০ শতাংশ। বগুড়া-৭ আসন থেকে ভোট পান ১ লাখ ৭ হাজার ৪১৬টি, যা মোট ভোটের ৭২ দশমিক ১০ শতাংশ। ফেনী-১ আসন থেকে ভোট পান ৬৫ হাজার ৮৬টি, যা মোট ভোটের ৫৫ দশমিক ৬০ শতাংশ। লক্ষীপুর-২ আসন থেকে ভোট পান ৫৯ হাজার ৫৪টি, যা মোট ভোটের ৫১ দশমিক ৬০ শতাংশ। আর চট্টগ্রাম-১ আসন থেকে ভোট পান ৬৬ হাজার ৩৩৬টি, যা মোট ভোটের ৪৮ দশমিক ২০ শতাংশ।

২০০১ সালের নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, লক্ষীপুর-২ এবং ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেন খালেদা জিয়া। বগুড়া-৬ আসন থেকে ২ লাখ ২৭ হাজার ৩৫৫টি ভোট পান, যা মোট ভোটের ৭৮ দশমিক ৯০ শতাংশ। বগুড়া-৭ আসন থেকে ভোট পান ১ লাখ ৪৭ হাজার ৫২২টি, যা মোট ভোটের ৭৯ শতাংশ। খুলনা-২ আসন থেকে ভোট পান ৯১ হাজার ৮১৯টি, যা মোট ভোটের ৫৭ দশমিক ৮০ শতাংশ। লক্ষীপুর-২ আসন থেকে ভোট পান ১ লাখ ২৩ হাজার ৫২৬টি, যা মোট ভোটের ৭২ দশমিক ২০ শতাংশ। আর ফেনী-১ আসন থেকে ভোট পান ১ লাখ ৩ হাজার ১৪৯টি, যা মোট ভোটের ৭২ দশমিক ২০ শতাংশ।

সব শেষে ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ এবং ফেনী-১ থেকে নির্বাচনে অংশ নেন। এর মধ্যে বগুড়া-৬ আসন থেকে ১ লাখ ৯৩ হাজার ৭৯২টি ভোট পান, যা মোট ভোটের ৭১ দশমিক ৬০ শতাংশ। বগুড়া-৭ আসন থেকে ভোট পান ২ লাখ ৩২ হাজার ৭১৬টি, যা মোট ভোটের ৭১ দশমিক ২০ শতাংশ। আর ফেনী-১ আসন থেকে ভোট পান ১ লাখ ১৪ হাজার ৪১২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৪০ শতাংশ।

গণতন্ত্রের আপসহীন এই নেত্রী এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপরে জুলুম

এই দেশের মানুষই ছিল তার পরিবার, মায়ের মৃত্যুতে তারেক রহমানের পোস্ট

এই দেশের মানুষই খালেদা জিয়ার পরিবার, সত্তা, অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

গুলশানে স্থায়ী কমিটির জরুরি সভায় তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও পরবর্তী কর্মসূচি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে

খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল স্মরণ করবে: প্রধান উপদেষ্টা

দেশ ও জাতির প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি: মঈন খান

এই দেশের মানুষই ছিল তার পরিবার, মায়ের মৃত্যুতে তারেক রহমানের পোস্ট

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

গুলশানে স্থায়ী কমিটির জরুরি সভায় তারেক রহমান

খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল স্মরণ করবে: প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম: শেখ হাসিনা

‘ফার্স্ট লেডি’ থেকে দেশের প্রধানমন্ত্রী, এক আপসহীন যাত্রা

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

ফাইটার ফর ডেমোক্রেসি, কখনোই নির্বাচনে হারেননি খালেদা জিয়া

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে, শায়িত হবেন শহীদ জিয়ার পাশে

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা দায়ী: আইন উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র উচ্চশিক্ষা কমিশন গঠনের প্রস্তাব

থানা শিক্ষা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

কারাবাসের রাজনীতি: খালেদা জিয়ার জীবনের কঠিন অধ্যায়

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি