রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনিছুর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে আশপাশের গ্রামবাসী সেখানে জড়ো হতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী মরদেহটি দেখে সনাক্ত করতে না পেয়ে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী মুঠোফোনে বলেন, আমরা তাৎক্ষণিক ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি একটি যুবকের মরদেহ ফাঁস দেয়া অবস্থায় গাছের সঙ্গে ঝুলে আছে। পরে মরদেহটি নামিয়ে থানায় নিয়ে আসে। তার পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই পরিচয় অনুযায়ী তার বাড়ি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামে।
তিনি আরও বলেন, আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। মরদেহটি এখন থানায় আছে। মরদেহটির সুরতহাল রিপোর্টের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এল/এমই