ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন, ১ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৫, ১২:২৯

দক্ষিণ কোরিয়ার এক তরুণী তেলাপোকা মারতে গিয়ে নিজের অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেছেন। ছড়িয়ে পড়া আগুনে প্রাণ গেছে তার এক প্রতিবেশীর। ঘটনাটি ঘটেছে উত্তর কোরিয়ার ওসান শহরে। ওই তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ওই তরুণী সোমবার বিকেলে লাইটার আর দাহ্য স্প্রে একসঙ্গে ব্যবহার করে তেলাপোকা পোড়ানোর চেষ্টা করছিলেন। অর্থাৎ তিনি নিজের ঘরেই বানিয়েছিলেন একধরনের অস্থায়ী ফ্লেমথ্রোয়ার।

আগেও নাকি এমনভাবে তেলাপোকা মারার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এবার ফলাফল খুব খারাপ হলো। মুহূর্তের মধ্যে তার ঘরে আগুন ধরে যায়। তারপর তা ছড়িয়ে পড়ে পুরো অ্যাপার্টমেন্টে।

দমকল বিভাগ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে ততক্ষণে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

ওসান শহরের অগ্নিকাণ্ডে যিনি মারা গেছেন ৩০ বছর বয়সী চীনা নারী তার স্বামী এবং দুই মাস বয়সী শিশুর সাথে ভবনের পঞ্চম তলায় থাকতেন।

যখন তারা বুঝতে পারলেন যে আগুন লেগেছে, তখন দম্পতি তাদের ঘরের জানালা খুলে সাহায্যের জন্য ডাকেন।

তারা জানালা দিয়ে তাদের বাচ্চাটিকে পাশের ব্লকের একজন প্রতিবেশীর হাতে তুলে দিয়েছিলেন, তারপর নিজেরা পালানোর চেষ্টা করেছিলেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ধোঁয়ায় ভরে যাওয়ায় সিঁড়ি দিয়ে নামার পথ বন্ধ হয়ে যায়। তাই তারা জানালা দিয়েই পাশের ভবনে যাওয়ার চেষ্টা করেন। স্বামী কোনোভাবে পাশের ভবনের দেয়াল ধরে উঠতে সক্ষম হলেও তার স্ত্রী হাত ফসকে নিচে পড়ে যান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে মারা যান ওই নারী।

উত্তরাঞ্চলীয় ওসান শহরের পুলিশ আরও জানায়, ওই তরুণীর বিরুদ্ধে দুর্ঘটনাক্রমে আগুন লাগানো এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা যেতে পারে।

ওসান পুলিশ জানায়, আগুন লাগানোর ঘটনায় ২০ বছরের বেশি বয়সী ওই তরুণীর বিরুদ্ধে তদন্ত চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই তরুণী লাইটার ও স্প্রে একসঙ্গে ব্যবহার করে তেলাপোকা মারার চেষ্টায় এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থল থেকে লাইটার, স্প্রে এবং দাহ্য পদার্থের বেশ কিছু অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়েছে।

আগুনের কারণে আরও বেশ কয়েকজন বাসিন্দা ধোঁয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন বলেও জানানো হয়।

আমার বার্তা/এল/এমই

ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ, বানানো হচ্ছে ট্রাম্পের জন্য বলরুম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণকাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু

দীপাবলির আতশবাজিতে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন নয়াদিল্লি, দমবন্ধ পরিস্থিতি

দীপাবলির আতশবাজির পরদিন ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজের বিজয় নিশ্চিত করেছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান যদি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ, বানানো হচ্ছে ট্রাম্পের জন্য বলরুম

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ৪

মরক্কো ফুটবলে রাজা ষষ্ঠ মোহাম্মদের সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন

দুই শিশুকে অপহরণের পর হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে তুলে নিয়ে মারধর, হাসপাতালে মৃত্যু

জনবল নিয়োগে স্বচ্ছতা-জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: তথ্য সচিব

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে মৃত্যু: কবর থেকে তোলা হল চার মরদেহ

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

শাহজালাল বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস শুরু

দীপাবলির আতশবাজিতে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন নয়াদিল্লি, দমবন্ধ পরিস্থিতি

ব্রোকলির এই উপকারিতাগুলো জানতেন?

১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ‘খুশি’ শিক্ষকরা

এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান

দায়িত্বশীলতা-দেশপ্রেম জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি: সিনিয়র সচিব

এক যুগে সড়কে মৃত্যু এক লাখ ১৬ হাজার, আহত এক লাখ ৬৫ হাজার

দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা

দুই ধাপে দেওয়া হবে শিক্ষকদের বাড়িভাড়ার ১৫ শতাংশ

সরাইল কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দী সেলিম ঠাকুর ও নুর আলম

ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা