ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ২০:০৩
সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ সদস্য আজ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়, এমন নেতা বিএনপি চায় না। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবেন—এমন নেতাই প্রয়োজন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ জন সদস্যের বিএনপিতে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘পরিষ্কার করে সরকার উদ্দেশে বলতে চাই, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোনো রকম বিপদের মধ্যে ফেলেছেন বা কোনো রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশে আজকে বলতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমার কাছে অনেক খবর আসে। দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না। তাঁরা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাঁদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকব।’

বিএনপিতে যোগদানকারী মতুয়া সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে। আপনারা আমাদের বন্ধু। আমরা আপনাদের পাশে আছি।’

জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া (গণমাধ্যম), তারা বাংলাদেশের ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করছে। আমরা এ ধারণা পাল্টে দিতে চাই।’ অতীত স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, অনেক রকম ভুল হয়েছে। অনেক রক্ত ঝরেছে বাংলাদেশে। অনেক বিভাজন হয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে।

বিএনপি জাতীয়তাবাদী দর্শন নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ২০১৬ সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ ২০৩০ সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, তার ওপর তিনি প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান। অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনু যেখানে অনেক রং থাকে একসাথে মিলে যায়।’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল, সোমেন সাহা, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রমেন সরকার প্রমুখ।

আমার বার্তা/এমই

আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খাঁন

পরিস্থিতি ঘোলাটে করে দেশে আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের

জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়: মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভাত-ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী

দেশের নিম্নমানের শিক্ষাব্যবস্থার জন্য রাজনীতিবিদেরা দায়ী: ফখরুল

দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এবং এর জন্য রাজনীতিবিদরা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা

অভ্যুত্থানের পর রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক

জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিকদের মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁধে দেয়া দামের বাস্তবায়ন না থাকায় আলু নিয়ে বিপাকে চাষিরা

জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ ভাবে চলছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম

অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ইউএস-বাংলায় যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, বহরে এয়ারক্রাফট ২৫টি

বিমানবন্দরে ই-গেট আছে, কার্যকর ব্যবহার নেই

নারায়ণগঞ্জে সাত খুন হত্যা মামলার শুনানি পেছালো

নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা শুরু

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন ঢাকা থে‌কেই

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে হয় না: ট্রাম্প

শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড়: গ্রেপ্তার প্রায় ৫ লাখ

এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শিক্ষক

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ