ই-পেপার শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

জাতিসংঘ অধিবেশনে প্রাধান্য পাবে গাজা ও ফিলিস্তিনিদের প্রসঙ্গ

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫
আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন। বিশ্বের ১৪০ জনেরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই অধিবেশনে অংশ নেবেন। এবারের অধিবেশনে গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে জানিয়েছে এএফপি।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিতর্ক পর্ব শুরু হবে। এতে যৌথভাবে সভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স। জাতিসংঘের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’।

এএফপির প্রতিবেদন মতে, অধিবেশনে ইসরাইল ও ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হবে। তবে এবারের উচ্চপর্যায়ের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গাজার মানবিক বিপর্যয়ের বিষয়টি।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবে ভবিষ্যতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে সমর্থন জানানো হয়। আগামী সপ্তাহের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান একে ‘প্রতীকী’ পদক্ষেপ বলে মনে করছেন। তিনি বলেন, দেশগুলো যদি ফিলিস্তিনকে স্বীকৃতির পর গাজা অভিযান বন্ধের জন্য ইসরাইলের ওপর চাপ বাড়াতে পারে, তাহলে এর বাস্তব প্রভাব পড়তে পারে।

গোয়ান সতর্ক করে বলেন, ইসরাইল প্রতিশোধ নিতে পারে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে পরিস্থিতি আরও ‘উত্তেজনাপূর্ণ’ হতে পারে। নেতানিয়াহু সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং তিনি এরই মধ্যে হুমকি দিয়ে বলেছেন, তার আমলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না।

ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিপক্ষে। তাই আব্বাসসহ ফিলিস্তিনি প্রতিনিধিদলকে ওয়াশিংটন ভিসা দেয়নি। তবে আব্বাসকে ভিডিও কলের মাধ্যমে ভাষণের অনুমোদন দেয়া হবে কিনা, তা নিয়ে সাধারণ পরিষদে ভোট হবে।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প বিদেশি সাহায্য ব্যাপক হারে কমিয়ে দিয়েছেন। যা জাতিসংঘের তহবিলেও বড় আঘাত করেছে, তারপর মানবিক প্রয়োজন বেড়েই চলেছে। গভীর আর্থিক সংকট এবং চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ নীরবে তার ৮০তম বার্ষিকী উদযাপন করছে। একইসঙ্গে এর কার্যকারিতা নিয়ে সমালোচনারও মুখোমুখি হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক ফেদেরিকো বোরেলো বলেন, ‘বহুপাক্ষিক ব্যবস্থা এখন অস্তিত্ব সংকটে রয়েছে।’ তিনি বলেন, যখন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ ক্ষমতাধর রাষ্ট্রগুলো গুরুতর আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করছে কিংবা তাতে সহযোগী হচ্ছে, তখন নিয়মগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা গাজা ও ইউক্রেনসহ অন্যান্য স্থানেও দেখা যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা, ইউক্রেন, সুদান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে আসছেন। তিনি বলেন, মানুষ জবাবদিহিতা চাচ্ছে, পদক্ষেপ চাচ্ছে, এমন পদক্ষেপ যা আমাদের বিশ্বের চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানানসই এবং যা বাইরে থেকে যারা দেখছে তাদের প্রত্যাশা পূরণ করবে।

প্রায় ১৪০ জন বিশ্বনেতার মধ্যে এবার নতুন মুখ হিসেবে আসছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাহ। এছাড়াও থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের পরমাণু কর্মসূচিও আলোচ্যসূচিতে থাকবে। ১০ বছর আগে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও আগস্টের শেষ দিকে প্যারিস, লন্ডন ও বার্লিনের অনুরোধে সেই নিষেধাজ্ঞাগুলো সেপ্টেম্বরের শেষে পুনরায় আরোপ করা হতে পারে।

আগামী বুধবার জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করবেন গুতেরেস ও প্রেসিডেন্ট লুলা। এতে কয়েকটি দেশ নতুন করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য ঘোষণা করতে পারে। ব্রাজিলে আসন্ন কপ-৩০ সম্মেলনের আগে এটিই হবে বড় উদ্যোগ।

আমার বার্তা/এল/এমই

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী লেখকদের লেখা বই নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। নতুন এ নির্দেশনায় মানবাধিকার

নেপালে মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে চিকিৎসক ডা. রুইত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গেল মঙ্গলবার সকালে তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনের পাশাপাশি

লিবিয়ান কোস্টগার্ড উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের ফেলছে সমুদ্রে

অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে।

ফ্রান্সে বিক্ষোভে ৮০ হাজার পুলিশ মোতায়েন, গ্রেপ্তার ১৪০

অর্থনৈতিক কড়াকড়ির বিরুদ্ধে ফ্রান্সজুড়ে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। শিক্ষক, রেলকর্মী থেকে শুরু করে হাসপাতাল কর্মী,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বারোপ ড. ইউনূসের

নিম্নকক্ষ নির্বাচন হবে আসনভিত্তিক, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে

গজারিয়ায় সেলাই মেশিন ও হুইলচেয়ার দিলেন কামরুজ্জামান রতন

জাতিসংঘ অধিবেশনে প্রাধান্য পাবে গাজা ও ফিলিস্তিনিদের প্রসঙ্গ

জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে: ফখরুল

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারে চেক বিতরণ করল বিআরটিএ

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

নির্বাচন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চলছে বলে অভিযোগ সিপিবির

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুজিবনগর সীমান্তে একই পরিবারের চার জনকে পুশব্যাক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া ও রামগতিতে ৬৭০ বস্তা সরকারি সার জব্দ

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ইফতেখারুজ্জামান

গণঅভ্যুত্থানকালে কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

এ সপ্তাহে বাংলাদেশে আসছে ইইউ’র প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করলো তালেবান

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট

সরকারি আবাসন পরিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত