ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়: মোয়াজ্জেম হোসেন আলাল

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভাত-ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এ দেশের মানুষ সংগ্রাম অব্যাহত রেখেছে।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালকদলের একাংশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বাংলাদেশের মানুষ লড়াই-যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের যুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান। কারণ এখনো ভাত-ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এদেশের মানুষ সংগ্রাম অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, মুখে এক কথা এবং মনে আরেক কথা বলছে একটি রাজনৈতিক দল এবং কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে।

তিনি আরও বলেন, আজ আবার তরুণদের যে দল এনসিপি ( এনসিপি), তারা আবার বলেছে জামায়াতে ইসলাম নাকি প্রতারক। আবার জামায়াত ইসলামী বলেছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়। জামায়াতে ইসলাম পূজার সময়, পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে। জামায়াতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে। এখন আবার এনসিপি'র সঙ্গে তাদের লেগেছে। সেটা নিয়ে আরেক নোংরামি শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য লড়াই করে নাই, একই সঙ্গে শুধু খেয়ে-পরে বেঁচে থাকবে, ভোটের প্রয়োজন নেই, এজন্যও লড়াই করে নাই। লড়াইটা ছিল বিভিন্ন প্রত্যাশার সমন্বয়। দুই রকম চাওয়া আর প্রাপ্তি যেটা, সেটার একটা সমীকরণ। এ লড়াইতে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, আদর্শের মতভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, শুধুমাত্র একটি ফুল নয়। এই ফুলের বাগান গড়ে তোলার জন্য আমরা দেশে আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল। তারাও আন্দোলন করেছে। সবশেষে তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষরা, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ সবাই মিলে রাস্তায় এসেছিল। যার ফলে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

তিনি বলেন, আবার আমরা আমাদের মতভিন্নতাকে যদি হিংস্রতার দিকে পরিচালিত করি, উগ্রতার দিকে পরিচালিত করি, তাহলে আবার যে তারা (আওয়ামী লীগ) ফিরে আসবে না, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না।

আমার বার্তা/এমই

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়,

আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খাঁন

পরিস্থিতি ঘোলাটে করে দেশে আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের

দেশের নিম্নমানের শিক্ষাব্যবস্থার জন্য রাজনীতিবিদেরা দায়ী: ফখরুল

দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এবং এর জন্য রাজনীতিবিদরা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা

অভ্যুত্থানের পর রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক

জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিকদের মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইর অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে: সিইসি

এআইয়ের অপব্যবহার বৈশ্বিক মাথাব্যথা, একত্রে চিন্তা করলে ভালো কিছু আসবে

বেঁধে দেয়া দামের বাস্তবায়ন না থাকায় আলু নিয়ে বিপাকে চাষিরা

জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ ভাবে চলছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম

অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ইউএস-বাংলায় যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, বহরে এয়ারক্রাফট ২৫টি

বিমানবন্দরে ই-গেট আছে, কার্যকর ব্যবহার নেই

নারায়ণগঞ্জে সাত খুন হত্যা মামলার শুনানি পেছালো

নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা শুরু

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন ঢাকা থে‌কেই

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে হয় না: ট্রাম্প

শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড়: গ্রেপ্তার প্রায় ৫ লাখ

এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শিক্ষক