ই-পেপার সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আবেগঘন পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে সমন্বয়ক বললেন— ‘ব্যবহৃত হয়েছি’

আমার বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৫, ১১:৫৮

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে পদ ছাড়লেন আন্দোলনের আলোচিত মুখ মুহাইমিন তাজিম। বৈষম্যবিরোধী এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর রোববার (৬ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। সেখানে তিনি স্বীকার করেছেন—রাজনীতির পথে কিছু ভুল করেছেন, কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ, আবার কিছু নীরবতা জন্ম দিয়েছে ভুল-বোঝাবুঝির। তার এ ঘোষণার পর ফেনীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।

দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রিয় ফেনীবাসী, জুলাই গণঅভ্যুথ্যান ছিল ফেনীসহ পুরো দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত, নির্বিকার অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদের অগ্নিশিখা। এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনাদের সঙ্গে এক কণ্ঠে, এক হৃদয়ে পথ চলতে পেরে আমি গর্বিত। গতবছর এই দিনে (৬ জুলাই) আমাদের আন্দোলনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।’

‘আমাদের আন্দোলনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি বিজয় ছিল আপনাদের শক্তি ও সমর্থনের ফল। আমি কৃতজ্ঞ সেই অসংখ্য সহযোদ্ধা, যুবক, বৃদ্ধ, নারী ও তরুণদের প্রতি, যারা কখনো ক্লান্ত হননি, কখনো পিছিয়ে যাননি। যারা ভয়কে জয় করে রাস্তায় নেমেছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, যাদের আত্মত্যাগে এই অভ্যুত্থান একটি গণজাগরণে পরিণত হয়েছে।’

তিনি লিখেন, ‘যদিও এই পদ থেকে আন্দোলনের পরপরই সরে যেতে চেয়েছিলাম কিন্তু ক্ষমতার অপব্যবহার রুখতে, জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে দিতে এবং সংস্কার কার্যক্রমে সক্রিয় থাকতে ও বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নিজের অবস্থান হতে সহযোগিতা করার জন্য এই পথচলা এতদূর। আন্দোলনের সমন্বয়ক থেকেও আন্দোলন পরবর্তী সমন্বয়কের পথচলা কঠিন ছিল। এই পথচলায় অনেক সিনিয়র ভাইয়েরা, জুনিয়র ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, অনেক রাজনৈতিক দলের নেতাসহ অনেকেই আমাকে সাদরে গ্রহণ করেছেন, পরামর্শ দিয়েছেন, সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্রষ্টার নিকট।’

‘এই মাঠে বিচরণ নিয়ে আমি ধারাবাহিকভাবে লিখবো। নিজের ভুল-সঠিক সবগুলো কাজকে সামনে তুলে ধরবো, উঠে আসা তরুণ নেতৃত্বের পথের দিশারী হবে বলে আশা করি। এ মাঠে এসে আমি বহুবার ব্যবহৃত হয়েছি নিজের অজান্তে এবং অনভিজ্ঞতার কারণে। এ ময়দানে এসে বুজেছি কেউ সাধু নয় কেউ ধোয়া তুলসী পাতা নয় সেটা ইমাম, শিক্ষক, প্রশাসনের হর্তাকর্তা কিংবা জনদরদি নেতা। জনগণের চাহিদার ভিত্তিতে সবাইকেই অবস্থান থেকে বিচ্যুত হতে হয়। এমনকি নিজের সহযোদ্ধাদের টগবগে রক্তেও ক্ষমতা, অহংকার এবং অর্থের মোহ মিশে যেতে দেখেছি। অনেকে আদর্শে ফিরে এসেছে তাদেরকে সাধুবাদ এবং শুভকামনা জানাই। ছবির রাজনীতি এবং গলাবাজির রাজনীতি থেকে চুপ থেকে রিজার্ভ থাকার রাজনীতিকেই অনেক সময় বেছে নিতে হয়েছে।’

‘আমার রাজনৈতিক যাত্রায় আমি কিছু ভুল করেছি-কখনো সিদ্ধান্তে, কখনো অবস্থানে, কখনো হয়ত নীরব থাকার মাধ্যমে। কিছু ভুল হয়েছে বুঝে, কিছু অজান্তে। সেইসব ভুলের কারণে কেউ আঘাত পেয়ে থাকলে, কারও বিশ্বাসে ফাটল ধরলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেখা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, আরও দায়িত্বশীল ও জনমুখী অবস্থানে আমি নিজেকে প্রস্তুত করবো। রাজনীতি একটি চলমান শিক্ষা, একটি দায়িত্বশীল যাত্রা, যেখানে প্রত্যেক সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ জনস্বার্থে হওয়া উচিত। কিন্তু মানুষ মাত্রেই ভুল হয়, আমিও তার বাইরে নই। অসাধারণ থেকে সাধারণ, সন্তোষজনক, আদর্শিক জীবনেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’

‘আমার বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থান এখন আর কোনো একজনের নেতৃত্বে নয়, এটি এখন প্রতিটি মানুষের আন্দোলন, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি প্রতীক। আমার বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন যাত্রার সূচনা। বরাবরের মতোই আপনাদের পাশে থাকবো, আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবো, শুধু ভিন্ন অবস্থান থেকে। আমি থাকবো আপনাদের মধ্যেই, শুধু পদে নয়, বিশ্বাসে। আবার দেখা হবে সময়ের দাবি নিয়ে, জনগণের পক্ষে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি, গাজী সহযোদ্ধা ভাইদের প্রতি রইলো সালাম।’

মুহাইমিন তাজিমের পোস্ট মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলে। শুধু ফেনী নয় সারাদেশে এই খবর ছড়িয়ে যায়। ফেসবুকে মো. নুর নামের এককজন লেখেন, তিনি সরে গিয়ে ভালো করেছেন, নিজের ভবিষ্যৎ ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

সাদ্দাম হোসেন ফরহাদ নামের একজন লেখেন, টাকা-পয়সা, সম্পদ বানানো শেষ তাই এখন পদত্যাগ। মাহবুব এনামুল নামের আরেকজন লেখেন, ইতিহাস তার আপন গতিতে চলে। এ ছাড়া সোয়েব এফ কে লেখেন, আশা করি ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। মো. নজরুল ইসলাম খন্দকার লেখেন, ভুল মানুষের হয়, তাই ভুল বুঝতে পেরে প্রতারণার মোহ ছেড়ে দিয়েছেন, ধন্যবাদ।

আমার বার্তা/জেএইচ

৫ আগস্ট সফল না হলে ভিন্ন বাংলাদেশ দেখতে হতো: আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে, ৫ আগস্ট সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো

বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এই জনসংখ্যার অর্ধেক নারী

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কার আনতে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় নিরাপদ সড়কের দাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি

৫ আগস্ট সফল না হলে ভিন্ন বাংলাদেশ দেখতে হতো: আসিফ মাহমুদ

জবির আইটি সোসাইটির দায়িত্বে ইমরান-বায়েজিদ

বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই

আনিসুল-রুহুল আমিন-মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের

জরুরি অবস্থা আইন সংশোধন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করায় একমত বিএনপি

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াসহ সব আসামিকে অব্যাহতি

সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়: নাহিদ ইসলাম

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ৩৫ মাসে সর্বনিম্ন

ব্যাংকখাত নজরদারিতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা

দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

ইউটিউবে চালু হচ্ছে নতুন নিয়ম