
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক আবেগঘন বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই পোস্টে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োজিত এই বিপ্লবী নেতাকে আল্লাহ তায়ালা শহীদের মর্যাদা দান করেছেন বলে অনুসারীরা বিশ্বাস প্রকাশ করেন।
জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী কার্যক্রম শেষ করেন শরিফ ওসমান বিন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে তিনি যে অটোরিকশায় যাচ্ছিলেন, সেটি পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলা চালিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীরা শোক ও শ্রদ্ধা জানিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

