ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

৫ শতাংশ বাড়িভাড়া যথেষ্ট নয়, বিশেষ বিবেচনা করতে হবে: এ্যানি

আমার বার্তা অনলাইন
২০ অক্টোবর ২০২৫, ১৪:১৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সরকারের বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত বিষয়ে এ্যানি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করব ৫ শতাংশ এনাফ (যথেষ্ট) নয়। শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে।

এ সময় তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতকে জাতীয়করণ করা হবে। এই প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বলে জানান এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানান।

তিনি বলেন, যেভাবে গত নয়দিন ধরে আপনারা প্রখর রোদে রাজপথে অবস্থান করছেন, এটা করার কথা ছিল না। শিক্ষকরা বারবার রাস্তায় আসেন, আন্দোলন করেন, আবেদন করেন—এই অবস্থা যেন আর না হয়, সেই লক্ষ্যেই আমরা পূর্ণ জাতীয়করণের কথা বলেছি।

শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ১২ তারিখ থেকে আন্দোলন করছেন। এমন কষ্ট কেউ চায় না। আগামী দিনে যেন শিক্ষকদের আর রাস্তায় নামতে না হয়, বিএনপি সে লক্ষ্যে কাজ করবে।

এ্যানি আরও বলেন, আপনাদের যে দাবি, অন্তর্বর্তী সরকার তার কিছুটা মেনে নিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছায়নি। ২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিএনপির এই নেতা বলেন, শিক্ষকেরা জাতির আলোকবর্তিকা। তারা জাতিকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা দেওয়া বিএনপির অঙ্গীকার। আগামী দিনে শিক্ষকদের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিশ্রুতি।

সরকারের উদ্দেশে এ্যানি বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। শিক্ষকদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিতে হবে। আমরা শিক্ষকদের সঙ্গে আছি, থাকব। বিএনপি বিশ্বাস করে, জাতির উন্নয়নের চাবিকাঠি শিক্ষা। আর শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের ডাকে শিক্ষক-কর্মচারীরা সোমবার নবম দিনের মতো কর্মসূচি পালন করেন। জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কোনো বিশৃঙ্খলা আমাদের উদ্দেশ্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরব না।

আমার বার্তা/জেএইচ

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়,

আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খাঁন

পরিস্থিতি ঘোলাটে করে দেশে আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের

জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়: মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভাত-ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী

দেশের নিম্নমানের শিক্ষাব্যবস্থার জন্য রাজনীতিবিদেরা দায়ী: ফখরুল

দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এবং এর জন্য রাজনীতিবিদরা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ ভাবে চলছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম

অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ইউএস-বাংলায় যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, বহরে এয়ারক্রাফট ২৫টি

বিমানবন্দরে ই-গেট আছে, কার্যকর ব্যবহার নেই

নারায়ণগঞ্জে সাত খুন হত্যা মামলার শুনানি পেছালো

নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা শুরু

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন ঢাকা থে‌কেই

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে হয় না: ট্রাম্প

শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড়: গ্রেপ্তার প্রায় ৫ লাখ

এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শিক্ষক

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ

গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি