ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আফগানিস্তানের জায়গায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে নিলো পাকিস্তান

আমার বার্তা অনলাইন
১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৮

পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সামরিক সংঘাত চলছে সপ্তাহখানেক সময় ধরে। এরই মাঝে গত শুক্রবার দিবাগত রাতে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার নিহত হয়েছেন। যার প্রতিবাদে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আগামী মাসে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়। রশিদ খানদের জায়গায় সেই সিরিজে যুক্ত হয়েছে জিম্বাবুয়ে।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে এই ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। গতকাল (শনিবার) সূচি অপরিবর্তিত রেখে নতুন করে জিম্বাবুয়েকে যুক্ত করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজের উদ্যোগ নেওয়া হয়। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে। একই মাঠে ১৯ নভেম্বর লড়বে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। ২২ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। সবমিলিয়ে প্রতিটি দল দু’বার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৯ নভেম্বর, লাহোরে। বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ খেলছে পাকিস্তান, এরপর দুই দল ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

এদিকে, শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ‘তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া দেখিয়েছেন আফগান ক্রিকেটাররা। পাকিস্তানের হামলাকে বর্বর ও অনৈতিক উল্লেখ করে টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলেন, ‘বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো নিশ্চিতভাবে অনৈতিক এবং বর্বর আচরণ। এই অন্যায্য ও বেআইনি কর্মকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, যা কারও নজর এড়ায় না। নিষ্পাপ মানুষের প্রাণের বিষয় বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ফিক্সচার বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় এসিবিকে স্বাগতম। কঠিন এই সময়ে আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমাদের জাতীয় মর্যাদা অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে।’

অন্যদিকে, পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিও নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।’

আমার বার্তা/জেএইচ

রিশাদ টেস্ট ক্রিকেটেও খেলবে বিশ্বাস মুশতাকের

টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত মুখ রিশাদ হোসেন। তবে লাল বলের ক্রিকেটে এখনো

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

ম্যাচের ৭৭ থেকে ৮৪, সাত মিনিটের মধ্যে দুটি লাল কার্ড দেখলেন গেতাফের দুই ফুটবলার। এর

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

রোববার রাতে চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে মরক্কো প্রথম আরব দেশ

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি

বরাবর এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ান দখল করতে চায় না চীন: ট্রাম্প

২১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দৃঢ় পদক্ষেপ

বিজয় দিবসের আগেই বগুড়াকে ‘সিটি করপোরেশন’ ঘোষণা

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের সহায়তায় ৫০ লাখ ডলার অনুদান দিলো দক্ষিণ কোরিয়া

জুলাই শহিদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার

সংসদ প্লাজার সংঘর্ষে বহিরাগতরাই জড়িত, চিহ্নিত ২৫ জন

জুলাই সনদের প্রশংসা কানাডার, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার

বিএনপির নেতার পক্ষ থেকে সরাইলে মেধাবী শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

জোবায়েদ হত্যায় গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না: লালবাগ ডিসি

জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না: গোলাম পরওয়ার

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: রিজভী

ভারতের তুলনায় বাংলাদেশের পরিসংখ্যান অনেক বেশি নির্ভরযোগ্য

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

অননুমোদিত অনুপস্থিতির কারণে সহকারী কমিশনারের নিয়োগের অবসান

নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে, কোনো রকম অসুবিধা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করলো দুদক

তরুণ-তরুণীদের পর্ন জগতে যুক্ত হতে কাজ করছিল দম্পতি: সিআইডি