
আজকের এই দিনে তোমার জীবনে সবকিছু শুরু হোক নতুন করে। তোমার সুখের স্মৃতিটুক কাছে রেখে দুঃখগুলো দূরে রেখে জরাজীর্ণ অতীতটাকে মনে না রেখে নব উদ্যমে আগামীর পথচলার জন্য পড়াশোনা শুরু করার প্রত্যয় নিয়ে তোমার নতুন বছর শুরু হোক। আজ রাইয়্যানের ১২ তম শুভ জন্মদিন। ২০১৩ইং সালের বিজয়ের এই দিনে আমাদের সোনা বাবা জহির রাইয়্যান আমাদের পরিবারকে আলো করে পৃথীবিতে এসেছে।
তুমি পৃথিবীতে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আজ তোমার জীবনের বিশেষ একটি দিন। মহান আল্লাহ তায়ালার আশীর্বাদে তোমাকে পেয়ে আমাদের পরিবার এইদিনে পূর্ণতা পেয়েছিল। তুমি আমাদের জীবন কানায় কানায় পূর্ণ করে দিলে। তোমাকে পেয়ে আমাদের পরিবার নতুন আঙ্গিকে গড়ে উঠেছে। তোমার জন্য দোয়া, মহান আল্লাহ তায়ালা যেন তোমাকে জীবনে অনেক বড় মানবিক মানুষ হিসেবে কবুল করেন। তুমি সফলতা অর্জন করে মহৎ ও সৎ ব্যক্তিত্বের অধিকারী হও এবং দেশে ও দশের সেবায় নিয়োজিত থেকো। শুভ জন্মদিন বাবা।
অনেক শুভকামনা রইল তোমার জন্য, তুমি তোমার প্রতিটি মুহূর্তে তোমার বাবাকে ছায়ার মত সারাজীবন পাশে পাবে। খুব সুন্দর মুহূর্ত কাটুক তোমার জীবনের প্রতিটি ক্ষণ, এই কামনা করি।
তোমার জন্মদিনে তোমাকে বিশেষ করে শুভেচ্ছা জানিয়েছে তোমার মেহেদি আংকেল ও তোমার সকল ভাই-বোন, দাদী-নানী চাচ্চু-চাচি, খালা-খালু, মামা-মামীরা।
আরও শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, সাওন, আনিক, সুমি, সাগর, মনি, সিমা, লামিয়া, আরমা, আয়ান, জহির রাইসা।
আমার বার্তা/এমই

